Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.

চাঁদের একদিন সমান পৃথিবীর কত দিন?

 চাঁদের একদিন সমান

সময় একটি আপেক্ষিক বিষয়।পৃথিবী তার নি অক্ষে একঘূর্ণন সম্পূর্ণ করতে প্রায় ২৪ ঘন্টা সময় লাগে।এবং সূর্যের চারিদিকে একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করতে ৩৬৫ দিন সময় লাগে  অর্থাৎ এক বছর।পৃথিবীর যে সময় তথা রাত-দিনের হিসাব তা আমলে নিলে তথা পৃথিবীর সাপেক্ষে চন্দ্রের এক দিন সমান পৃথিবীর  ২৭.৩২ দিন বা ৬৫৫.৭২ ঘন্টা। চাঁদ পৃথিবীকে ২২৮৮ মাইল/ঘন্টা  বা ৩৬৮৩ কি.মি/ঘন্টা বেগে প্রদক্ষিণ করছে।

চাদের তাপমাত্রা কত? 

দিনে চাদের তাপমাত্রা ১২০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের বেলায়  -১৩০ ডিগ্রি সেলসিয়াস।