রান অফ বের করার সূত্র 


 রান অফ ( R) = KP 

(R= রান অফ, K= রান অফ কো-ইফিসিয়েন্ট, P= বার্ষিক গড় বৃষ্টিপাত)

আবার 

 R= V/A

V= বার্ষিক ক্ষরনের আয়তন,  A= এরিয়া বা ক্ষেত্রফল 


V= Qt

V= বার্ষিক ক্ষরনের আয়তন, Q = রান অফের পরিমাণ বা ক্ষরনের পরিমাণ। 


স্থানভেদে রান অফ কো-ইফিসিয়েন্ট K এর মান

খাড়া অনাবৃত পাথুরে এলাকা, শহর-নগর, কংক্রিট বা আসফান্টের পেভমেন্ট, শিল্প ও বাণিজ্যিক এলাকা

K= 0.9 

 পাথুরে এলাকা খাড়া কিন্তু গাছ পালায় আবৃত

K=0.8


মালভূমি, অধিত্যকা (সাধারণভাবে গাছ পালায় আচ্ছাদিত)

K= 0.7

অনাবৃত কর্দমাক্ত মাটি

K= 0.6

সাধারণভাবে আচ্ছাদিত  কর্দমাক্ত মাটি

K= 0.5


সাধারণভাবে আচ্ছাদিত দো-আঁশ মাটি

k= 0.4

আবাদি জমি বা গ্রাম্য এলাকার দো-আঁশ মাটি

K= 0.3

বেলে মাটি

k= 0.2

ঝোপ-জঙ্গলে আচ্ছাদিত মাটি

K= 0.1

Previous Post Next Post