শূন্য পুরাণের প্রকাশকাল কোনটি?

বাংলা ১৩৩৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শূন্য পুরাণ প্রকাশিত হয়। বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু সংগ্রহ করে প্রকাশ করেন।শূন্য পুরাণের রচয়িতা রামাই পন্ডিত। শূন্যপুরাণে ৫১ টি অধ্যায় ছিল।শূন্যপুরাণ একটি চম্পুকাব্য।গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে।


Previous Post Next Post