যানবাহন পরিদর্শক পদের প্রশ্ন 

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট বিগত সালের ফোরম্যান ও  যানবাহন পরিদর্শক (মেকানিক্যাল, অটোমোবাইল) পদের প্রশ্ন নিম্নে দেয়া হলো।২০২২ সালে BARI অর্থাৎ Bangladesh Agriculture Research Institute  এ ট্রান্সপোর্ট অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন 


BARI Transport Officer jobs question 

১. পার্জিং কাকে বলে?

২. রেইজিং কাকে বলে?

৩. প্রাইমিং কী?

৪. অয়েল স্ক্র্যাপার কী?

৫. স্ক্র্যু জ্যাকের দক্ষতার সূত্র লেখ।

৬. টার্নিং ও নার্লিং এর মাঝে পার্থক্য। 

৭. ইঞ্জিন ভালভের সিট অ্যাংগেল কত?

৮. ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হওয়ার কারণ? 

৯. ইঞ্জিন অভার রানিং কেন হয়?

১০. হাইস্পীড স্টীলের সংকর উপাদান  কী কী?

১১. বাহ্যিক বল প্রয়োগে বোল্টের উপর কী কী লোড পড়ে।

১২. ব্রেক হর্স পাওয়ার কী? 

১৩. ইঞ্জিনের তাপীয় দক্ষতার সূত্র? 

১৪. একটি ৪ সিলিন্ডার ইঞ্জিন যার বোর ৫০ মি.মি এবং স্ট্রেংথ লেংথ ৭০ মি.মি হলে সিলিন্ডারের সিসি কত?

১৫. ট্যাপেট ক্লিয়ারেন্স বেশি হলে কী কী সমস্যা হয়?


Previous Post Next Post