পারিজাত শব্দের অর্থ 

দেবতরু, স্বর্গীয় ফুল, দ্রুমেশ্বর

পারিজত হলো ইরিথ্রিনা পরিবারভূক্ত এক ফুল গাছ বিশেষ।ইরিথ্রিনা গণভূক্ত এই পুষ্পবৃক্ষাদিকে মান্দার বা মাদর গাছও বলা হয়।

হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণে পারিজাত গাছের উল্লেখ আছে।বলা হয় ইন্দ্রের নন্দন কাননে প্রধান গাছটি ছিল এই পারিজাত। হরিবংশ পুরাণে উল্লেখ আছে এই বৃক্ষটি কল্পতরু।মন থেকে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়।এমনই বিশ্বাস। 

Previous Post Next Post