লম্বা লাঠির পা

দেখা যায় গ্রাম-গঞ্জের বাচ্চা ছেলেরা দুটি লম্বা লাঠির উপর প্রান্তে পা রাখার জায়গা বানিয়ে দু হাত দিয়ে লাঠি ধরে সাবলীলভাবে হাঁটছে।এই লাঠির তৈরি পা কে বলে রনপা।আফ্রিকার কিছু দেশে এখনো রনপার প্রচলন আছে।এক সময় এই রনপার কৌশল অবলম্বন করে গুপ্তচরবৃত্তি করা হতো। ঘোড়া বা হাতির পিঠে উঠতেও লাঠির পা ব্যবহার হতো।বন-জঙ্গল যেখানে সাপ বা অন্য সরীসৃপের ভয় থাকে সেখানে লোকে লাঠির রনপা দিয়ে চলাচল করতো।


লম্বা লাঠির পা নাম তার রনপা
ইথিওপীয় ছেলেরা রনপা নিয়ে খেলছে 


Post a Comment

নবীনতর পূর্বতন