অন্ধদের জন্য লিখুন রীতি উদ্ভাবন করেন কে? 

ব্রেইল হচ্ছে অন্ধদের পড়া ও লেখার একটি বিশেষ  পদ্ধতি রয়েছে।লুইস ব্রেইল নামে একজন অন্ধ ফরাসি ১৮২৫  খ্রিস্টাব্দে এটি উদ্ভাবন করেন। এতে বিভিন্ন বিন্দু নির্দিষ্ট স্থানে বসানো থাকে যা স্পর্শ করে অন্ধরা নির্দিষ্ট বর্ণ পড়তে ও লিখতে পারে। দৃষ্টিহীন মানুষের জন্য লুইস ব্রেইল এর আবিষ্কার একটি দৃষ্টান্ত হয়ে আছে। 

Previous Post Next Post