কোন দেশে শিক্ষকদের বেতন বেশি 

আমরা জানি বাংলাদেশের একজন স্কুল শিক্ষক ১৪ হাজার থেকে ১৮ হাজার এর মধ্যে বেতন পান।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন স্কুল শিক্ষক ৪০ থেকে ৬০ হাজারের মত বেতন পান। কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে একজন শিক্ষক মাসে ৬ থেকে ৭ লক্ষ টাকা বেতন পান।এমন দশটি দেশ ও প্রদেশের তালিকা দেয়া হলো যে দেশের শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি। 

সবচেয়ে বেশি বেতন পাওয়া দশটি দেশ

১. লুক্সেমবার্গ : লুক্সেমবার্গ এর একজন স্কুল শিক্ষক মাসে ৭ লক্ষ টাকা বেতন পান।

২.  সুইজারল্যান্ড  : ৬.৫০ লক্ষ টাকা মাসে বেতন।

৩. কানাডা : ৬ লক্ষ টাকা মাসে

 ৪. জার্মানি  : ৬ লক্ষ টাকা মাসে

৫. অস্ট্রেলিয়া : প্রায় ৬ লক্ষ টাকা মাসে।

৬. নেদারল্যান্ড : ৫.৫০ লক্ষ টাকা মাসে।

দক্ষিণ কোরিয়া, নওরয়ে, ডেনমার্ক ও ইসরায়েলের শিক্ষকেরা প্রতি মাসে ৫ লক্ষ টাকার বেশি বেশি বেতন পেয়ে থাকেন।


যে দশ দেশে শিক্ষদের বেতন সবচেয়ে বেশি
একজন শিক্ষিকা 



Previous Post Next Post