ইসলামিক ফাউন্ডেশন বিগত সালের প্রশ্ন সমাধান ২০২৩

বিগত ০৬.০৫.২০২৩ তারিখের ইসলামিক ফাউন্ডেশনের  উপপরিচালক/সিনিয়র প্রোগ্রাম অফিসার/ সহকারী পরিচালক/ প্রোগ্রাম অফিসার/ গবেষণা কর্মকর্তা/ সহকারী সম্পাদক পদের প্রশ্ন সমাধান নিম্নে দেয়া হলো

 ১. কারক ও বিভক্তি নির্ণয় করুন

 বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

অধিকরণে ৭মী।

২. অর্থসহ বাক্য গঠন করুন

মনিকাঞ্চনযোগ = চমৎকার বা শুভ মিলন

৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন

হাতঘড়ি = হাতে পরা হয় যে ঘড়ি 

মধ্যলোপী কর্মধারয় সমাস

 ৪. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

 আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

৫.বিশ্বকবি রবীন্দ্রনার্থ ঠাকুর কত তারিখে মৃত্যুবরণ করেন?

 ৭ আগস্ট ১৯৪১ সালে। 

 ৮. সন্ধিবিচ্ছেদ করুন।

শয়ন = শে+ অন।

৯. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা' কবিতাটির রচয়িতা কে?

 শামসুর রাহমান।

১০. উদার' শব্দের বিশেষ্যরূপ কি? 

উদারতা।

১১. বিচ্ছেদ' এর বিপরীত শব্দ কি? 

সন্ধি।

১১. 'পর্বত' এর বহুবচন কি?

পর্বতমালা

১২. Please translate into Bangla: 

Meherjan lives in a slum on the Sirajgonj town protection Embankment. Not long ago she had everything a family, arable land and cattle. The erosion of Jamuna gradually consumed all her land property.

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের একটি বস্তিতে হেমেরজান বাস করেন। খুব বেশি দিন হয়নি সে সময় তাঁর একটি পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল আর ছিল গরু-বাছুর। যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সব অস্থাবর সম্পত্তি খেয়ে ফেলেছে।

১৩. Please name the writer of the following book

a) Mackbeth = William Shakespeare.

b) The paradise lost = John Milton

c) The war and Peace = Leo Tolstoy


13. Change the voice:

a) He eats rice.

Rice is eaten by him.

b) They play football. 

Football is played by them. 

c) Hamlet was written by Shakespear.

 Shakespear wrote Hamlet. 


14. ইংরেজিতে অনুবাদ করুন

a) কবি নজরুল আমার প্রিয় কবি।

Poet Nazrul is my favourite poet. 

b) তিনি বিদ্রোহী কবি নামে সমাধিক পরিচিত।

 He is best known as a rebel poet.

c) তিনি আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।  He was born in Churulia village of Asansol.


15. Change the following speeches:

a) Ali said to his sister, "will you go to school?"

Ali asked to his sister if she would go to school?

b) He said to me, "Are you reading my book?"

He asked me if I was reading his book? 

c) The teacher said to the student, "Always speak the truth".

The teacher told the students that always speak the truth.


১৬. সাধারণ জ্ঞান

a) ঢাকার প্রাচীন নাম কী? 

ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর।

b) বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 

বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে

 c) বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে পরিচিত?

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্টমার্টিন।


d) বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 

স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ

e) সার্ক এর সদস্যভুক্ত দেশ কয়টি? 

সার্ক ৭টি রাষ্ট্র নিয়ে শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ৮টি।

 f) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন?

 জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের সার্বজনীন আহবানে  সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'এসডিজি অগ্রগতি পুরস্কার' দেওয়া হয়েছে।

g) তিস্তাবাঁধ কোন জেলায় অবস্থিত? 

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাড়িমারি ইউনিয়নের দোয়ানি গ্রামে 'তিস্তা বাঁধ' অবস্থিত।

h) ১৯৫৬ সালের কোয়ালিশন মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?

 শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় এর।

ⅰ) ইসলামিক ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেন? 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন পদের প্রশ্ন সমাধান


Previous Post Next Post