বাইন মাছ

বাইন একটি পাঁকাল জাতীয় মাছ। এলাকাভেদে একে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় যেমন বান, বাইম, বাম ইত্যাদি। আবার মুর্শিদাবাদের লোক বাইন মাছকে কাদা মাছ বলে থাকে। কারণ এই কাদাতে বেশি থাকে।পঁচা ডোবা এর উপযুক্ত জায়গা।বাইন মাছ দেখতে সাপের মত। এর মুখ সরু, চামড়া শক্ত। 


বাইন মাছ কত প্রকার

সাধারণত তিন ধরনের বাইন মাছ দেখতে পাওয়া যায়

১. গাংবাইন - বড়ো জাতের হয়।

২. কেড়া বাইন -ছোট জাতের।

৩. তারা বাইন - গায়ে তারার মত ছোট দাগ থাকে।


বাইন নামে সুন্দর বনে একধরনের গাছ দেখতে পাওয়া যায়।


বাইন মাছের প্রকারভেদ


Previous Post Next Post