এভারেস্ট জয়ের জন্য কত খরচ হয়? 

আপনি কি জানেন পৃথিবীর সর্বোচ্চ  পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠতে কত টাকা খরচ হয়?  কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয় মাউন্ট এভারেস্টে উঠতে। চলুন জেনে নেয়া যাক মাউন্ট এভারেস্টে ঘুরতে কি কি লাগে তার বিস্তারিত 

মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? 

মাউন্ট এভারেস্টের নেপালে অবস্থিত। নেপালে এর নাম সগরমাথা। চীন-নেপালের আন্তর্জাতিক সীমানা এই পর্বতমালা দিয়ে গেছে।  নেপালের  সোলখুম্বু জেলার সগরমাথা অঞ্চলে মাউন্ট এভারেস্ট অবস্থিত। আর চীনের  স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে এর অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। 

প্রথম এভারেস্ট জয়ী 

১৯৫৩ সালে ২৯ শে মে এডমন হিলারি ও তেনজিং নরগে প্রথম নেপালের দিক থেকে মাউন্ট এভারেস্ট জয় করেন। ২০১০ সালে ২৩ এ মে প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিক মুসা ইব্রাহীম মাউন্ট এভারেস্ট জয় করেন। 

এভারেস্টে উঠতে কত টাকা খরচ হয় 

পর্বতারোহী মাউন্ট এভারেস্টে উঠতে সর্বনিম্ন  ৩০ লক্ষ থেকে এক কোটি বা তার বেশি লাগতে পারে। শুধুমাত্র নেপাল বা চীনের সরকারের নিকট থেকে   ক্লাইম্বিং পার্মিট বা অনুমোদন নেয়ার জন্য ১২ হাজার ডলার দিতে হয়। এছাড়া অক্সিজেন তাঁবু খাবার এবং অন্যান্য বিশেষ  নিরাপত্তা সরঞ্জামের জন্য প্রচুর খরচ হয়।এছাড়াও দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন হয় । এ সমস্ত কাজ এজেন্সির মাধ্যমে করা যায়। হাই পেইড এজেন্সি লো পেইড এজেন্সি সব ধরনের এজেন্সি পাওয়া যায়। এভারেস্টে মাউন্টেনে উঠতে ৩০ থেকে ৩৯ দিন সময় লাগে। 


মাউন্ট এভারেস্টে উঠতে যত খরচ হয়



Previous Post Next Post