পৌষসংক্রান্তি উপলক্ষে গান

হোলবোল বা হোইলবইল একপ্রকার লোকছড়া বা গ্রাম্য ছড়া। এর আরেক নাম "হলুই গান"। পৌষ সংক্রান্তি উপলক্ষে  হলুই গান বাধা হয়। কৃষাণ বালক তথা কৃষকের ছেলেরা বেল বা বাবলা কাটার ডালে গাঁদা ফুল লাগিয়ে বাড়ি বাড়ি যায়।হলুই গান আবৃত্তি করে ডাল চাল পয়সা সংগ্রহ করে। এবং পৌষ সংক্রান্তির দিন মহা উল্লাসে চড়ুইভাতির আয়োজন করে। এরপর গৃহস্থের বাড়িতে উপস্থিত হয়ে সকলে সমস্বরে বলে ওঠে হোলবোল। এরপর একজন গায়ক যাকে মূল গায়েন বলা হয় সে ছড়ার পদগুলো আবৃত্তি করতে থাকে আর তার পিছে সকলে হোলবোল বলে সমস্বরে চিৎকার করতে থাকে। 

হোলবোল কী

Previous Post Next Post