মলিবডেনাম (Molybdenum)

 মলিবডেনাম দেখতে গ্রাফাইটের মতো। মলিবডেনাম ডাই সালফাইড (MoS) রূপে প্রকৃতিতে পাওয়া যায়। এই ধাতু ভঙ্গুর ও উচ্চতাপে গলে যায়। এর জন্য বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের ও রেডিওর ভালভের (Electro tube) ধাতব তার হিসেবে এই ধাতু ব্যবহৃত হয়। মলিবডেনাম ইস্পাতের কাঠিন্যতা ও শক্তি বাড়ায়।  

মলিবডেনামের যান্ত্রিক গুণাবলী 

বিশেষ ধর্ম ক্রীপ, ফেটিগ, ও শক্ রোধ করার ক্ষমতা। সেই সাথে টাফনেস গুণ সম্পন্ন। আর এ জন্য টুল স্টিল ও হাইস্পিড স্টিলে মলিবডেনাম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

Previous Post Next Post