গবেষক সাব্বির আহমেদ 

সাব্বির আহমেদ একজন বাংলাদেশী তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক। তিনি গবেষণার পাশাপাশি সমসাময়িক সুস্বাস্থ্য বিষয়ক নানা গবেষণামূলক তথ্য ও উপদেশ দিয়ে থাকেন। যেখানে বেশিরভাগ নেটিজেন অপসংস্কৃতি ও অশিক্ষণীয় কন্টেন্ট এর দিকে ঝুঁকছে সেখানে  সাব্বির আহমেদ এর মত তরুণ গবেষক অনেকের অনুপ্রেরণা। বর্তমানে সাব্বির আহমেদের ফেসবুকে ১.২ মিলিয়নের বেশি ফলোয়ার। নিরাপদ খাদ্য, শরীর ও মন বিষয়ে তার বহু গবেষণাধর্মী কন্টেন্ট পাওয়া যায়। 

গবেষক সাব্বির আহমেদের সংক্ষিপ্ত পরিচয়

 তিনি নেদারল্যান্ডের utrecht University তে  পিএইচডি গবেষক (রিজেনারেটিভ) হিসেবে কাজ করছেন। সুইডেনের ক্যারোলিস্কা ইউনিভার্সিটি থেকে মেডিসিনে মাস্টার্স করেছেন। যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটিতে (as a secondment) গবেষণায় নিযুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে লেখা-পড়া করেছেন। 

তিনি তার ফেসবুকে যে পরিচয়টি হাইলাইট করেছেন তাহলো

সাব্বির আহমেদ 

ম্যারিকুরি ফেলো, ইউরোপীয় ইউনিয়ন 

পিএচডি গবেষক (রিজেনারেটিভ), নেদারল্যান্ডস 

মাস্টার্স মেডিসিন (ক্যারোলিস্কা ইউনিভার্সিটি), সুইডেন


সাব্বির আহমেদ এর ফেসবুক পেজ 

Sabbir Ahmed

গবেষক ও চিকিৎসা বিজ্ঞানী সাব্বির আহমেদ


Previous Post Next Post