সায়িদা আল হুররা

মুসলিম শাসনের ইতিহাসে সাহিদা আল হুররা সবচেয়ে প্রভাবশালী নারী শাসক।  আসল নাম লাল্লা আয়েশা বিনতে আলী ইবনে রশীদ। ধারণা করা হয় তিনি ১৪৮৫ থেকে ১৪৯০ এর মাঝামাঝি সময় জন্মগ্রহণ করেন। এবং ১৫৬১ সালে মৃত্যুবরণ করেন।  মরক্কোর উত্তর  উপকূলবর্তী অঞ্চলে ১৫১৫-১৫৪২পর্যন্ত তিনি রাণী ছিলেন। তিনি ভূমধ্যসাগরীয় অঞ্চলে  একজন প্রভাবশালী শাসক হিসেবে পরিচিত ছিলেন। স্বামীর মৃত্যুর পর  তিতওয়ানের রাণী হউন এবং আল হুররা উপাধি লাভ করেন যার অর্থ নারী সম্রাট। সায়িদ আল হুররা অর্থ সার্বভৌম নারী সম্রাট যে কারর সামনে মাথানত করে না।পরবর্তীতে তিনি মরোক্কের সুলতান আহমাদ আল ওয়াত্তাসিরকে বিবাহ করেন ১৫৪১ সালে।সায়িদা আল হুররার আদিনিবাস ছিল স্পেনের গ্রানাডা শহরে।মুসলিমরা ক্ষমতাচ্যুত হলে তার পরিবার মরক্কোতে চলে আসে।  তিনি তার অতীত ভুলে যেতে পারেননি। স্পেনের মুসলিমদের ক্ষমতাচ্যুত হওয়ার ইতিহাস তাকে বারবার মর্মাহত করে। তাই তিনি ভূমধ্যসাগরে যত স্প্যানিশ ও পর্তুগিজ জাহাজ দেখতেন তাতে আক্রমণ চালাতেন ও দামি সম্পদ লুট করতে । ইউরোপের কাছে তিনি রীতিমতো আতঙ্কের ছিলেন। ইউরোপীয়রা তাকে জলদস্যু হিসাবে সম্বোধন করে। মূলত এই নারী শাসক প্রতিশোধ নেয়ার জন্য এগুলো করতেন।  পশ্চিম আফ্রিকা অঞ্চলে আধুনিক যুগের সবচেয়ে ক্ষমতাধর নারী শাসক হিসেবে তার নাম আসে। 

সায়িদা আল হুররা ক্ষমতাধর নারী শাসক


Previous Post Next Post