কে কখন কি কিভাবে কেন  আবিস্কার করেছিল? 

আমরা কিছু অজানা প্রশ্নের উত্তর জানব।কে কোন যন্ত্র বা টুলস আবিষ্কার করেছিল। এগুলো বিভিন্ন সরকারি বেসরকারী চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজন হয়। সাধারণত বিসিএস,প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায় চলুন জেনে নেয়া যাক বিজ্ঞানে জটিল কিছু আবিষ্কার ও আবিস্কারকের নাম।

আবিষ্কার ও আবিষ্কারকের নাম-চাকরির প্রস্তুতি


কে কি আবিষ্কার করেন 

১. অক্সিজেন আবিস্কার করেছিল কে?

১ আগস্ট ১৭৭৪ সালে জোসেফ প্রিস্টলে অক্সিজেন আবিস্কার করেছিল। 

২. কে প্রথম জানিয়েছিল যে করোনা ভাইরাস উহান শহরে ছড়িয়ে পড়েছে।

সর্বপ্রথম ড. লী  সোস্যাল মিডিয়াতে প্রথম জানায় যে উহানে করোনা ছড়িয়ে পড়েছে।

৩.  টেলিফোন কার আবিষ্কার ?

আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেন। 

৪. কে প্রথম ইলেক্ট্রিসিটি আবিষ্কার করেন? 

১৮২১ সালে মাইকেল ফ্রায়েড  ইলেক্ট্রিসিটি আবিষ্কার করেন। এবং ১৮২৭ সালে জর্জ ওহম ইলেকট্রিক সার্কিট বিশ্লেষণ করেন।


৫. বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করেন কে?

থমাস এডিসন ১৮৭৯ সালে প্রথম বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করেন। 

৬.  পরীক্ষা আবিষ্কার করেন কে?

হেনরি ফিশেল ১৯ শতকের শেষের দিকে পরীক্ষা পদ্ধতি চালু করেন। 


ফিলো ফার্নসওরথ প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। 

৮. কে জাহাজ আবিষ্কার করেন

খ্রীস্টপূর্ব  ৪র্থ শতাব্দীর দিকে প্রচীন মিশরের লোকেরা জাহাজ আবিষ্কার করেন। 

৯. কে মোবাইল আবিস্কার করেছিল? 

জন এফ মিশেল ১৯৭৩ সালে মোবাইল ফোন আবিষ্কার করেন। 

১০. কে মোটরসাইকেল আবিষ্কার করেন? 

গটলিয়েব ডেইমলার মোটরসাইকেল আবিষ্কার করেন। 

১১. কম্পিউটার আবিষ্কার করেন কে? 

১৮২২-১৮৭১ পর্যন্ত চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার ও এর ডিজাইন পরিবর্তন করতে থাকে।


১৭৪০ সালে উলিয়াম কুলেন রেফ্রিজারেটর আবিষ্কার করেন। 

১৩. কে ইলেকট্রিক মোটর আবিষ্কার করেন? 

মোটর আবিষ্কারে অনেকের নাম এসছে। কিন্তু আমেরিকান আবিষ্কারক থমাস ডেভেনপোর্ট নামে ১৮৩৭ সালে পেটেন্ট দেওয়া হয়।


আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর 

যা bd jobs exam, BPSC Jobs exam,  শিক্ষক নিবন্ধন, অফিস সহায়ক, অফিস কাম-কম্পিউটার অপারেটর পদে আসে।


চিওলার স্কাটস হুইলার ১৮৮২ সালে দুই ব্লেডওয়ালা পাখা আবিষ্কার করেন। এরপর ১৮৮৯ সালে ফিলিপ এইচ ডিয়েল সিলিং ফ্যান আবিষ্কার করেন। 

 

১৭৩৬ সালে জুরিখ পিউটার এইচ এ রিজ পানির পাম্প আবিষ্কার করেন। 

১৬. লেদ মেশিন কে আবিষ্কার করেন? 

জ্যাকস ডি ভোকানসন ১৭৫১ সালে পূর্নাঙ্গ লেদ তৈরি করেন। 

১৭. বাইসাইকেলের আবিষ্কারক কে?? 

জার্মান আবিষ্কারক কার্ল ভন ড্রেইজ ১৮১৭ সালে বাইসাইকেল আবিষ্কার করেন। 


১৮৩০ সালে গ্রেট বৃটেনের  গোল্ডসওর্থি গর্নি  প্রথম বাসের ডিজাইন করেন।

 

নুরেমবার্গের পিটার হেলিন ১৫ শতাব্দীর দিকে প্রথম ঘড়ি আবিষ্কার করেন। 

২০.  কার গাড়ি আবিষ্কার করেন কে? 

১৮৮৬ সালে কার্ল  বেঞ্জ স্টীম কার গাড়ি আবিষ্কার করেন। তবে প্রকৃত গাড়ি আবিষ্কারক কে তা নিয়ে আলোচন আছে।


 

Previous Post Next Post