বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিগত সালের প্রশ্ন সমাধান-২০২১


৮ অক্টোবর ২০২১ সালের বিভিন্ন পদে চাকরির পরীক্ষা প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান



১. পদ্মাসেতুতে পিলার সংখ্যা কয়টি

পদ্মাসেতুতে পিলার সংখ্যা  ৪২ টি।

পদ্মাসেতু সম্পর্কে আরো কিছু তথ্য যা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসে।

৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৮.১০ মিটার প্রস্থ এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় ও স্বপ্নের সেতু।এই সেতুটি মুন্সিগঞ্জের লৌহজং এর সাথে শরিয়তপুর এবং মাদারীপুর কে সংযুক্ত করবে।৭ ডিসেম্বর ২০১৪ সাল থেকে পদ্মাসেতুর কাজ শুরু হয় যা এখনো চলমান। আনুমানিক ২০২২ সালের জুলাই মাসে কাজ সম্পন্ন হবে বলে ধারণা। চায়না মেজর ব্রিজ ইন্জিনিয়ারিংএ কনস্ট্রাকশন কোঃ কাজটি করছে।



২. বাংলা ব্যকরণের মূল আলোচ্য বিষয় কয়টি?

বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় মোট চারটি।বিষয়টি চারটি হলো।

ক.ধ্বনিতত্ব- ধ্বনিতত্ত্ব কোন কোন বিষয়ে আলোচনা করা হয় তাহলো, ধ্বনিরউচ্চারণ বিধি, ধ্বনিপরিবর্তন, সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান


খ. শব্দ তত্ত্ব বা রুপ তত্ব- শব্দ তত্বে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়? 

শব্দ তত্ত্বে সমাস, প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ, ধাতু, বচন, পদাশ্রিত শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বচন,দ্বিরুক্ত শব্দ , সংখ্যাবাচক শব্দ, শব্দের শ্রেণীবিভাগ। 

গ. বাক্যতত্ব বা পদক্রম- কারক ও বিভক্তি, কাল,পুরুষ, অনুসর্গ ও বাগধারা, বাক্য, উক্তি, যতি বা বিরাম চিহ্ন, বাক্যের প্রকারভেদ। 


ঘ. অর্থ তত্ত্ব -শব্দের  অর্থ বিচার,বাক্যের অর্থ বিচার।


৩. কাজী নজরুল ইসলাম অভিনীত সিনেমার নাম কি?

কাজী নজরুল ইসলাম অভিনীত সিনেমার নাম ধ্রুব। 

৪. বাংলার মিল্টন কাকে বলা হয়? 

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে বাংলার মিল্টন বলা হয়।

৫. মুখর শব্দের বিপরীত শব্দ কোনটি? 

মুখর শব্দের বিপরীত শব্দ মৌন।

৬.বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালু হয় কবে থেকে?

বাংলা একাডেমি প্রাঙ্গনে বইমেলা চালু হয় ১৯৭৮ সাল থেকে।তবে যতটুকু জানা যায় ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারী থেকে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে মাত্র ৩২ টি বই নিয়ে এই মেলা শুরু করেন। 

বর্তমানে এটি সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের স্বরণে বই মেলা অনুষ্ঠিত হয়।





৮. দেশের জাতীয় আয়ে কোন খাতের প্রবৃদ্ধি বেশি?

দেশের জাতীয় আয়ে শিল্প খাতের অবদান বেশি।

৯. যুক্তরাজ্যের হাউস অব কমন্সে কতজন বাংলাদেশী সংসদ সদস্য রয়েছে।

চারজন সংসদ সদস্য রয়েছে। 



১০. সর্বপ্রথম Robotics শব্দের ব্যবহার করেন কে?

আইজ্যাক আশিমো।


১২. ভারত চন্দ্ররায়গুণাকর কোন কাব্যটি রচনা করেন?

অন্নদামঙ্গল। 

১৩.  অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 

অর্থগত দিক থেকে বাংলাভাষার শব্দকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। 

ক.   ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক তাকে যৌগিক শব্দ বলে।যেমন- গায়ক=গৈ+অক।

খ. যে শব্দের প্রকৃতি ও প্রত্যয়জাত শব্দ ও ব্যবহারিক শব্দ ভিন্ন তাকে বলা হয়। যেমন গবেষণা =গো+এষণা । 

গ. যোগ রুঢ়শব্দ - যেসব  ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে ব্যবহারিক অর্থ প্রকাশ পায় তাকে বলে।

যেমন - জলধি = জল ধারণ করে যা।



১৪. দেশের সর্বোচ্চ পদক কোনটি? 

স্বাধীনতা পদক।১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬ শেষ মার্চ স্বাধীনতা পদক দেয় হয়।পুরুষ্কার স্বরুপ বর্তমানে নগদ দু'লক্ষ  টাকা ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজন বিশিষ্ট পদক ও সম্মানসূচক প্রত্যায়নপত্র দেয়া হয়।


১৫. ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কবে স্বীকৃতি দেয়া হয়?

১৯৯৯সালের ১৭নভেম্বর জাতিসংঘের  সাবেক  মহাসচিব কফি আনান বরাবর চিঠি লেখা হয়।। পরবর্তীকালে আরো কিছু প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগে। জাতিসংঘে এ বিষয়ে প্রস্তাব উঠলে ১৮৮ টি দেশ এটার সমর্থন করে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে  ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০০০ সাল থেকে সারাবিশ্বে দিবসটি প্রথম পালন করা হয়।


Bd jobs exam প্রস্তুতির জন্য mbdjobs এর সাথেই থাকুন।

Previous Post Next Post