Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১২/১০/২০২১

Bangladesh gas Field sub asst engineer civil niog question solution mbdjobs exam

 বাংলাদেশ গ্যাসফিল্ড এ উপসহকারী প্রকৌশলী সিভিল এর নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান


১. বাংলাদেশের সংবাদসংস্থার নাম কী?

উত্তরঃ অপশনে ছিল ইউএনবি তাই বাংলাদেশ সংবাদসংস্থা ইউএনবি। ইউএনবি এর পূর্ণ রুপ হলো ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ। এটি মূলত বেসরকারি সংবাদ সংস্থা।  সংস্থাটি আঞ্চলিক সংবাদদাতা ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা থেকে সংবাদ সংগ্রহ করে বিতরণ করে থাকে।বিশেষ করে সংবাদ সংস্থা  এপি(AP) থেকে।ইউএনবিকে বাংলাদেশের প্রথম ডিজিটাল সংবাদ সংস্থা বলা হয়।এটি ১৯৮৮  প্রতিষ্ঠিত। ইউএনবি সংবাদ সংস্থার সদর দফতর ঢাকা বাংলাদেশ। 

বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থার নাম বাসস।যার পূর্ণ রুপ বাংলাদেশ সংবাদ সংস্থা। বাসস জানুয়ারি ১ তারিখ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

চলুন এবার জেনে নেয়া যাক আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থার নাম


Bangladesh gas field jobs question 

 বিভিন্ন সংবাদ সংস্থাঃ

ফ্রান্সের সংবাদ সংস্থার নাম এএফপি।

যুক্তরাজ্যের সংবাদ সংস্থার নাম রয়টার্স /বিবিসি

আমেরিকার সংবাদ সংস্থার নাম এপি/সিএনএন

রাশিয়ার সংবাদ সংস্থার নাম ইফতার তাস/ নভোস্তি/ ইন্টারফ্যাক্স

চীনের সংবাদ সংস্থার নাম সিনহুয়া/নিউজ এজেন্সি/সেন্ট্রাল নিউজ এজেন্সি। 

ভারতের সংবাদ সংস্থার নাম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া

ইরানের সংবাদ সংস্থার নাম ইরনা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থার নাম ইয়নহাপ

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থার নাম কেসিএনএ

সিরিয়ার সংবাদ সংস্থার নাম সানা

ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম  আনতারা

মালয়েশিয়ার সংবাদ সংস্থার নাম বারনামা


পাকিস্তানের সংবাদ সংস্থার নাম এসোসিয়েট প্রেস অব পাকিস্তান 

মিশরের সংবাদ সংস্থার নাম মেনা/এনা

জাপানের সংবাদ সংস্থার নাম কিয়োদো

ফিলিস্তিনের সংবাদ সংস্থার নাম ওয়াফা/পিএনএন

নেপালের সংবাদ সংস্থার নাম আরএসএস।



পূর্ণমাত্রার বর্ণ-৩২ টি।

 অর্ধমাত্রার বর্ণ-৮ টি।

পরাশ্রয়ী বর্ণ কয়টি?

তিনটি(   ঃ ং    ঁ ) 


৩. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কয়েক চরণ গাইতে হয়?

উত্তরঃ ৪ চরণ

৪.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের  কী পদবী ছিল?

উত্তরঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান এর পদবী ছিলো সিপাহী।হামিদুর রহমান এর জন্ম ২ ফেব্রুয়ারী ১৯৫৩ সালে এবং শহীদ হউন ২৮ অক্টোবর ১৯৭১ সালে।হামিদুর রহমান মাত্র ১৮ বছর বয়সে শহীদ হউন। মৌলভীবাজার ৪ নং সেক্টর এ তিনি যুদ্ধ করেন।

৫. বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয়দফা কোথায় উত্থাপিত করেন? 

উত্তরঃ পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ছয়দফা উত্থাপিত হয়। ১৯৬৬ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারিতে বিরোধীদলীয় এক সম্মেলনে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি তুলে ধরেন। সেখানে প্রাদেশিক সায়ত্তশাসনের, মুদ্রা ও অর্থ, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,বৈদেশিক বানিজ্য ও শুল্ক কর বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।


৬. কোনটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করে? 

মডেম কম্পিউটারের ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করে। 

৭. কোন চূক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে?

উত্তরঃ ভার্সায় চূক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। ২৮ জুলাই ১৯১৪ সালে ইউরোপে শুরু হওয়া ১ম বিশ্বযুদ্ধ ১৯১৮ সালের ১১ নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল। ১৯১৯ সালে ২৮ জুন ফ্রান্সের ভার্সান নগরীর ভার্সান প্রাসাদের মিরর হলে জার্মানি ও অপরপক্ষের মিত্রদের মধ্যে চূক্তি সাক্ষরিত হয়। যা ১৯২০ সাল থেকে কার্যকর হয়। 

 ৮.পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিস এর সদর দফতর কোথায়?  পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস এর সদর দফতর  নেদারল্যান্ড।৫৫ টি দেশে এর শাখা রয়েছে। ১৯৬৯-১৯৭২ সালে সংস্থা পরমাণু শক্তির বিরোধিতা করে তৈরি করা হয়।


৯.সোমপুরবিহার কোথায় অবস্থিত? 

সোমপর বিহার নওগাঁতে অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এটি তৈরি করেন অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এটি নির্মান করা হয়।এর অপর  নাম পাহাড়পুর বৌদ্ধ বিহার।

১০.বিশ্বেররাজধানী বলা হয় কোনশহরকে?

নিউইয়র্ক কে বিশ্বের রাজধানী বলা হয়। নিউইয়র্ক সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিন।নিউইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম ও প্রভাবশালী বন্দর নগরী। যার সরকারি নাম সিটি অব নিউইয়র্ক। এটি ১২১৩.৩৭ বর্গকিলোমিটার। নিউইয়র্ক একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল।জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে অবস্থিত।এছাড়াও স্ট্যাচু অব লিবার্টি এই শহরেই অবস্থিত।


১১.বাংলাদেশ এর একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? 

বাংলাদেশ এরএকমাত্র কৃষিভিত্তিক ইপিজেড নিলফামারীতে অবস্থিত।EPZ শব্দের পূর্ণরুপ কি অনেকের জানা নেই।EPZ Export processing Zon অর্থাৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা।১৯৮৩ সালে সিএপিজেড এর মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম রপ্তানিমুখী শিল্পের জন্য আলাদা অঞ্চল তৈরি করা হয়।বাংলাদেশে এখন পর্যন্ত চলামান  ৮ টি সরকারি ও ২ টি বেসরকারি ইপিজেড রয়েছে। 



১৩. পৃষ্ঠপ্রদর্শন অর্থ কি

পৃষ্ঠপ্রদর্শন অর্থ পলায়ন কর।


Copyright ©mbdjobs