বিপিএসসি লিখিত পরীক্ষার প্রস্তুতি দ্বিতীয় 

আমরা জানি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি ক্যাডার ও নন-ক্যাডার অর্থাৎ ৯ম ও ১০ম গ্রেডের চাকরির পরীক্ষা নিয়ে থাকে।প্রথমে প্রিলি পরে লিখিত পরীক্ষা নেয়। Bpsc junior instructor o instructor ও অন্যান্য পদের বিগত সালের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেয়া হলো।


সমাজকল্যাণ  মন্ত্রণালয় অধীন সমাজ সেবা অধিদপ্তরের সমাজ সেবা অফিসার পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান 



প্রযোজক ধাতু কাকে বলে?

মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে বা অন্যকে নিয়োজিত করা  অর্থে 'আ' প্রত্যয়োগে যে ধাতু গঠিত হয় তাকে মৌলিক ধাতু বলে।যেমন, সে তার মেয়েকে পড়াচ্ছে।

এখানে পড়+আ

কর্মবাচ্য ধাতু: মৌলিক ধাতুর সঙ্গে 'আ' প্রত্যয়যোগে যে ধাতু গঠিত হয়। যেমন যা কিছু হারায়,দোষটা তার হয়

এখানে হার+আ


স্বরসন্ধির উদাহরণ দাও

স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।যেমন

হিম+অচল= হিমাচল, একত্র +ইত =একত্রিত, শত+এক=শতেক,নর+অধম=নরাধম, শুভ+ইচ্ছা =শুভেচ্ছা, 

বাগধারা ও বাক্য রচনা 

শরতের শিশির =সুসময়ের বন্ধু 

খাল কেটে কুমির আনা = স্বীয় বিপদ ডেকে আনা।

গাছে তুলে মই কাড়া= কাজে নেমে সরে পড়া।

বিড়ালের আড়াই পা = বেহায়াপনা


Fill in the Gap with appropriate preposition. 


Can you think ------an other.

Ans: of

Have you ever been ------ National Library. 

Ans: To



The officer called ------ the minister 

Ans: In

Everybody should abide-------norms of the society. 

Ans: by

He comes----- a noble family. 

Ans: Of


 Idiom and Phrase 

To read Between the line:  (অন্তর্নিহিত অর্থ উদঘাটন করা) 


Top brass ( সর্বোচ্চ পর্যায়ের নেতা)

off and on (মাঝে মাঝে)

slow Coach = অলস ব্যাক্তি

Laugh at = বিদ্রুপ করা

with a view to = উদ্দেশ্যে

Go astray =  বিপক্ষে যাওয়া


বাংলাদেশ বিষয়াবলী 

মহাস্থানগড় কী?মহাস্থানগড় কোথায় অবস্থিত? মহাস্থানগড়এ কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর:মহাস্থানগড় বাংলার সবচেয়ে প্রাচীন নগরী। এর পুরোনো নাম পুণ্ড্র নগর।বর্তমান নাম মহাস্থানগড়।এটা বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। 

বাংলাদেশের অভ্যন্তরে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কী?ইহা কোন জেলায় অবস্থিত? খাসিয়া উপজাতি কোন জেলায় বসবাস করে? 

উত্তর: বাংলাদেশের অভ্যন্তরে সবচেয়ে উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়। গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত। খাসিয়ারা সিলেট,সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বসবাস করে।


বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের কয়টি ফলক রয়েছে? এবং স্মৃতি  স্মৃতিসৌধের স্থপতি কে? 


জাতীয় স্মৃতিসৌধের ৭ টি ফলক রয়েছে। স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন 

বাংলাদেশে সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি ও কী কী?

উত্তর:সুপ্রিম কোর্টের ডিভিশন ২ টি।১.আপিলবিভাগ ২.হাইকোর্ট 



আন্তর্জাতিক বিষয়াবলী 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগকারী রাষ্ট্রের সংখ্য কয়টি ও কী কী?

উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতা আছে ৫ টি রাষ্ট্রের। যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, ফ্রান্স,রাশিয়া, চীন


তিন জন নোবেল বিজয়ী বাঙালির নাম লিখুন

১. রবীন্দ্রনাথ ঠাকুর  ২.ড.মোহাম্মদ ইউনুস  ৩. অমর্ত্য সেন।


প্রথমনারী প্রধানমন্ত্রী  ছিলেন?  তিনি কোন দেশের নাগরিক ছিলেন?  ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতির নাম কী? 


উত্তর: প্রথমনারী প্রধানমন্ত্রীর নাম শ্রীমাভো বন্দরনায়েক তিনি শ্রীলঙ্কার নাগরিক। ভারতের প্রথম বাঙালী রাষ্ট্রপতির নাম প্রণব কুমার মুখার্জি 


 প্রায় এক-তৃতীয়াংশ রাবার উৎপাদন হয় কোথায়?  চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 

  এক-তৃতীয়াংশ রাবার উৎপন্ন হয় ইন্দোনেশিয়াতে। চাল রপ্তানিতে শীর্ষ দেশ ভারত।


পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? 

পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।


জনসংখ্যায়  মুসলিম বিশ্বের  বৃহত্তম দেশ কোনটি?এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কী?

বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো ইন্দোনেশিয়া। আর এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম গোবি মরুভূমি। চীন-মঙ্গোলিয়াতে অবস্থিত।


বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে না কমে?

বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতাও হ্রাস পায়। বায়ুর আপেক্ষিক তাপমাত্রা কমলে বায়ু শুষ্ক অনুভূত হয়।


মানুষের রক্তের গ্রুপ কয়টি? সার্বজনীন গ্রহীতা ও দাতা গ্রুপের নাম কী? 

 মানুষের রক্তের গ্রুপ চারটি। A,B,AB এবং O গ্রুপ। সার্বজনীন গ্রহীতা AB আর সার্বজনীন দাতা O 

 কোন ধরনের প্রাণী-গোষ্ঠীকে প্রজাতি বলা হয়?

বেশিমিল সম্পন্ন একাধিক প্রাণী যারা নিজেদের মিলনে বংশবিস্তার ও সন্তান দানে সক্ষম কিন্তু অন্যদের সাথে মিলনে তা অসম্ভব তাকে প্রাণী-গোষ্ঠী বলা হয়।যেমন: গরু,মানুষ, মহিষ ইত্যাদি 


মানবদেহে রক্তের পরিমান কমে গেলে কি কি ক্ষতি হতে পারে? 

 স্নায়ুর কার্যকলাপে বিঘ্ন ঘট। অজ্ঞান হয়ে যায়, মস্তিষ্কের ক্ষতি হয়।

পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কী?

পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম শুক্র। শুক্র গ্রহ ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা নামে পরিচিত। শুক্র গ্রহ পৃথিবী থেকে   ৪.৩ কোটি কিমি দূরে।

 মানবদেহে রক্তের PH কতো?

মানবদেহে রক্তের পিএইচ ৭.২-৭.৪ 

বৈদ্যুতিক বাল্বের কোন ধরনের গ্যাস ব্যবহার? 

বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন ও আর্গন ব্যবহার করা হয়। কারণ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০° সে এর উপর যেতে পারে না।ফলে  ফিলামেন্ট গলে যায় না।



Previous Post Next Post