Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

BPSC written Exam Preparetion part one-bd jobs exam

 বিপিএসসি নন ক্যাডার লিখিত পরীক্ষার প্রস্তুতি এক

আমরা জানি Bangladesh Public Service Commission   বিসিএস ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে থাকে। প্রথমে প্রিলি ও পরে লিখিত পরীক্ষা নেয়। তবে নন-ক্যাডার  লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে নন-ক্যাডার প্রিলিমিনারী প্রস্তুতি হয়ে যায়। তাই BPSC Written Exam Preparetion নিতে থাকুন।আমরা ধারাবাহিকভাবে বিগত সালে বিপিএসসি নন-ক্যাডার লিখিত পরীক্ষার প্রশ্ন  ও সমাধান প্রকাশ করব।


বিগত সালে নন-ক্যাডার লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান -১
previous non- cadre bpsc written question -1



এক কথায় প্রকাশ 

পিতার ভ্রাতা-পিতৃব্য

যে গাছ অন্য গাছের উপর জন্মায়-পরগাছা

জানিবার ইচ্ছা - জিজ্ঞাসা 

আসমানের মত রঙ- আসমানী 

যে বিদেশ থাকে - প্রবাসী 


একই শব্দের বিভিন্ন অর্থ ও বাক্যগঠন

পাকা

পাকা হাত (সুদক্ষ)  জাল বুননের লোকটির হাত পাকা

পাকা মাথা (পরিণত বুদ্ধিসম্পন্ন) পাকা মাথার লোক দিয়ে কাজটি করাও।

পাকা বুদ্ধি (সম্পূর্ণ যুক্তিভিত্তিক বুদ্ধি) লোকটির পাকা বুদ্ধি তা না হলে এমন কাজ করতে পারতো না।

পাকা কথা ( শেষ কথা) মরিয়মের বিয়ের পাকা কথা আজকে হবে।

পাকা ওজন ( সঠিক ওজন) লোকটি সৎ তাই পাকা ওজনের মাল বিক্রি করে। 

মাথা 

মাথা দেয়া ( দায়িত্ব নেয়া)  তাদের দ্বন্দ্বে মাথা দিও না।

মাথা ঘামানো ( ভাবনা করা) মাথা ঘামাও কাজটি সহজ হবে।

মাথা ধরা (রোগ বিশেষ)  মাথা ধরেছে তাই রাত থেকে ঘুম হচ্ছে না। 

মাথা পিছু ( জন প্রতি) লভ্যাংশের অর্ধেক মাথ পিছু ১০০ টাকা করে দেয়া হবে।

মাথা খাওয়া ( বিরক্ত করা) খুবই ব্যাস্ত এসব বলে মাথা  খেওনা


বিপরীত শব্দ 

গ্রহণ-বর্জন, গরল-অমৃত, প্রাচীন-আধুনিক, সংগত-অসংগত, হালকা-ভারী


ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লিখুন

ক. ঋ,র,ষ এর পরে "ণ " হয়।যেমনঃ- বিষ্ণু, ঋণ,বর্ণ



ঘ. পর,নার,রায় এর পরে অয়ন হলে ন এর পরিবর্তে ণ হয় যেমনঃ- নারায়ণ,পরায়ণ

ঙ. প্র,পরি,পূর্ব এর পরে অহ্ন শব্দ থাকলে ন এর পরিবর্তে ণ হয় যেমন,অপরাহ্ণ,পূর্বাহ্ণ তবে মধ্যাহ্ন ও সায়াহ্ন শব্দে ণ হয় না।


BPSC written Exam Preparetion part one-bd jobs exam


শুদ্ধরুপ লিখন

অশুদ্ধ      ----- শুদ্ধ 

ঐক্যমত্য-------ঐকমত্য

দৈনতা--------দীনতা

আবিস্কার -----আবিষ্কার 

নিশেষ------নিষেধ 

পর্য্যটন------- পর্যটন


ইংরেজি অংশ 

Fill in the gap with appropriate preposition 

A. You can confide ------- his honesty. 

Ans: No Preposition 

B. She is Good ------- English 

Ans: At

C. The man is adept -----painting. 

Ans: At

D. The Stood leaning ------the wall.

E. He is not conversant ------- the matter. 

Ans: with


Make Sentence with the following 

A. In lieu of (পরিবর্তে) He took math in lieu of physics. 

B. A Red letter day( স্বরণীয় দিন)  21 February is a red letter day around the world.

C. Out and Out ( সম্পূর্ণভাবে) Out and Out He is a Honest man.

D. Blu blood ( আভিজাত্য)  He boasts of his blue blood.

E. At daggers dawn (শত্রুতা) At present the two friend are at daggers dawn.


বাংলাদেশ বিষয়াবলী 

পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম কি?বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক কোথায় অবস্থিত? 

উত্তর: পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক (শ্রীপুর, গাজীপুর) 

বাংলাদেশ এ জনপ্রতি বনভূমির পরিমাণ কত?দুবলার চর কি জন্য বিখ্যাত? 

বাংলাদেশএ জনপ্রতি বনভূমির পরিমাণ ০.০২ হেক্টর। দুবলার চর মৎস্য আহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত। 


বাংলাদেশ এর হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?  এবং বাংলাদেশ এর কোথায় কাসাভা চাষ করা হয়?

কক্সবাজারের চকোরিয়াতে বাংলাদেশ এর হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত। এবং মধুপুরের গড়ে কাসাভা চাষ করা হয়। 


 যুদ্ধের সময় প্রধান সেনাপতি কে ছিলেন?  

বাংলাদেশ এর মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। এবং বীর উত্তম খেতাব দেয়া হয় ৬৮ জনকে।


বাংলাদেশ এর সংবিধানের কোন অনুচ্ছেদে  আধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা ও কোন অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 

বাংলাদেশ এর সংবিধানের পঞ্চম ভাগের, তৃতীয় পরিচ্ছদের ৯৩ নং অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা ও তৃতীয় ভাগের ২৬-৪৭ নং অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারের বিষয়ে লেখা আছে।


বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?  বর্তমানে কয়টি রাষ্টায়ত্ব ব্যাংক রয়েছে? 

বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এএনএম হামিদুল্লাহ। বাংলাদেশে ৪ টি রাষ্টায়ত্ব ব্যাংক রয়েছে সোনালী, জনতা,অগ্রনী ও রুপালী। 

বাংলাদেশ এর প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল?১৯৬২ সালে তৎকালীন পাকিস্তান আমলের শিক্ষা কমিশনের নাম কি ছিল? 

বাংলাদেশ এর প্রথম শিক্ষা কমিশনের নাম কুদরত এ খুদা শিক্ষা কমিশন। আর পাকিস্তান আমলের শিক্ষা কমিশনের নাম ছিল শরীফ খান শিক্ষা কমিশন। 

বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিক এর মাত্রা কত এবং আদমজি পাটকল কত সালে বন্ধ ঘোষণা করা হয়?

বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিক এর মাত্রা ১.০১ এবং আদমজী পাটকল ৩০ জুন ২০০২ সালে বন্ধ ঘোষণা করা হয়। 


আন্তর্জাতিক বিষয়াবলী 

বিশ্বের সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশের নাম কি? এবং লেনসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? 

বিশ্বের সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম দক্ষিণ সুদান ৯ জুলাই ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। লেনসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার মেজো গ্রামে জন্মগ্রহণ করেন। 


অরবিন্দ কেজরিওয়াল কে তার রাজনৈতিক দলের নাম কী?

অরবিন্দ কেজরিওয়াল একজন ভারতীয় রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ২৮ ডিসেম্বর ২০১৩ থেকে ১৪ ফেব্রুয়ারী ২০১৪ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার রাজনৈতিক দলের নাম আম আদমী পার্টি। 


BIMSTEC এর সদস্য রাষ্ট্রগুলোর নাম কি?BIMSTEC এর সদর  দফতর কোথায?

বিমসটেক এর সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল,ভূটান। বিমসটেক এর সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। 


অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কী?  ডুরান্ড লাইন কী?

অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। ১৮৯৬ সালে হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক ভারত ও আফগানিস্তানের সীমান্ত রেখারা নাম ডুরান্ড।বর্তমানে এটি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত চিহ্নতকরণ রেখা।



বিশ্বে চাল রপ্তানির শীর্ষ দেশ কোনটি? কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়?

বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষদেশ চীন, নরওয়েকে মৎস্যজীবীদের দেশ বলা হয়।

লাটভিয়া কোন মহাদেশে অবস্থিত? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয় কবে?

লাটভিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয়। 

আরো পড়ুন 

Bcs question solution 43th 

 BPSC senior instructor (TTC) niog question solution-2021


পূর্ণ রুপ লিখন

IBRD= International Bank for reconstruction and Development. 


ESCAPE = Economic and Social Commission For Asia and Pacific. 



Internet শব্দের পূর্ণ রুপ কী? ও Virus শব্দের পূর্ণরুপ কী?

Internet = International Network. 


NASA কোথায় অবস্থিত?  প্রথম মহিলা নভোচারীর নাম কী?

নাসা যুক্তরাষ্ট্রের ওয়াসিংটন ডিসিতে অবস্থিত। প্রথম মহিলা নভোচারী রাশিয়ার ভ্যালেন্তিনা তেরেস্কোভা

পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী? আমাদের সৌরমণ্ডল  যে ছায়াপথে অবস্থিত তার নাম কী?

উত্তর: পৃথিবীর নিকটতম গ্রহের নাম সূর্য। আমাদের সৌরমণ্ডল যে ছায়াপথে অবস্থিত তার নাম মিল্কিওয়ে। 

মাদাম কুরি কী বিষয়ে নোবেল পান? ইশ্বরকণাকী?

মাদাম কুরি ১৯০৩ সালে পদার্থে ও ১৯১১ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পান।

ইশ্বরকণা:পদার্থ বিজ্ঞানী পিটার হিগস ১৯৬৪ সালে এমন একটি কণার বর্ণনা দেন যার কারণে পদার্থের ভরের সৃষ্টি হয়েছে। তথা এই পৃথিবী সব কিছু সৃষ্টি হয়েছে।পরবর্তীতে এটা অধরা হিসাবে বিবেচিত হয়। একারণে একে GOD  particles বা ইশ্বরকণাবলা হয়।

সূর্যের আলোতে কয়টি রং বিদ্যমান থাকে?

উত্তর: সাতটি রং। বেগুনি, নীল,আসমানী, নীল,হলুদ,লাল,কমলা,সবুজ

কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ ও ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?

বায়ুর চাপ ব্যারোমিটার দিয়ে আর ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়।

খাদ্য লবনের রাসায়নিক নাম কী? শরীরের কোন অঙ্গ ইনসুলিন নির্গত করে? 

খাদ্য লবনের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। শরীরের  অগ্ন্যাশয় ইনসুলিন নির্গত করে। 


BCS Cadre and Non cadre, বিসিএস ক্যাডার ও নন ক্যাডার লিখিত পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের সাথে থাকুন।





No comments: