খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে নিয়োগ প্রশ্ন সমাধান-২০২১

dgfood sub-inspector bd jobs exam question solution-2021

বাংলা সাহিত্য সমাধান 

১.নিচের কোন শব্দে ণত্ব বিধি অনুসারে ণ হয়েছে? 

ক. নিক্বণ খ. লবণ গ. কল্যাণ ঘ.ব্যাকরণ

উত্তর: ব্যাকরণ

২. প্রাণভয় কোন সমাস? 

ক. ৬ ষষ্ঠী  তৎপুরুষ    খ. অলুক দ্বন্দ্ব৷   কর্মধারয়  ঘ. মধ্যলোপী কর্মধারয় 

উত্তর: ঘ



৩. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক. ১০  খ.৭  গ. ৮  ঘ. ৯

উত্তর: গ


৪. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কী?

ক. চরণের প্রথমে মিল খ. বিশ মাত্রার পর্ব থাকে

গ. অন্ত্যমিল আছে   ঘ. অন্ত্যমিল নেই 

উত্তর: অন্ত্যমিল নেই (ঘ)


৫. Charity begins at home এর অর্থ কী?

 খ. আপন ঘর প্রিয় ঘর

গ. ইচ্ছা থাকলে উপায় হয় ঘ. ঘর থেকে যাত্রা করো

উত্তর: (ঘ) ঘর থেকে যাত্রা কর







৯. নীল অপরাজিতা উপন্যাসের লেখক কে? 

ক. রবীন্দ্রনাথ ঠাকুর   খ. কাজী নজরুল ইসলাম 

  ঘ. হুমায়ূন আহমেদ 

উত্তর: ঘ


১০সবকটি জানালা খুলে দাও না - গানটির সুরকার কে?

উত্তর:গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।গীতিকার নজরুল ইসলাম বাবু আর গায়ক সাবিনা ইয়াসমিন


১১. ব্রজবুলি বলতে কী বোঝায়?

ক. ব্রজ সম্প্রদায়ের কথা  গ. এক রকম কৃত্রিম কবিভাষা ঘ. অপভ্রাংশ

উত্তর: গ


১৩.নীহারিকা দেবী নামে কে লিখতেন? 

ক. অরুন্ধতী রায়   খ. কামিনী রায়    

ঘ. অচিন্ত্য কুমার সেনগুপ্ত 

উত্তর: ঘ


১৪. জল শব্দের সমার্থক নয় কোনটি?

ক. নীর  খ. সলিল গ. উদক ঘ. জলধি

উত্তর: ঘ


১৫. নিত্য মূর্ধন্য "ষ" কোন শব্দে  বিদ্যমান?

ক. কষ্ট  খ.উপনিষৎ  গ.কল্যাণিয়েষু   ঘ. আষাঢ় 

উত্তর: ঘ


১৬. খন্ড প্রলয় বাগধারার অর্থ কী?

ক. সামান্য বস্তু  গ.ভপার ঘ. ভীষন গন্ডগোল 

উত্তর: ঘ


১৮. নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কী হবে?

উত্তর:নিঃ + কর

১৯.কবিরকাজ হলো কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক ও বিভক্তি কোনটা?

উত্তর:কর্মে শূন্য 

২০. কোনটি সঠিক বানান?. নিশীথিনী

২১.  কোন বাক্যটি অশুদ্ধ? 

তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।

২২. যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল এর এক কথায় প্রকাশ কী হবে?

উত্তর: অন্যাপূর্বা


২৪. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?

উত্তর:প্রমথ চৌধুরী 

২৫. চাচা কাহিনী এর লেখক কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী 


২৯. Corrigendum এর বাংলা শুদ্ধ অর্থ কী?

উত্তর: শুদ্ধিপত্র

৩০. তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি। আবার আমাকে দেখতে এসো কথাগুলো কোন বই থেকে নেয়া?

উত্তরঃ কারাগারে রোজনামচা 

৩১. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখিত আন্দামান শব্দের অর্থ কী? 

উত্তর: ইংরেজ আমলের জেলখানা।


সাধারণ জ্ঞান 

Asian এর সদস্য নয় কোন দেশটি?

উত্তর: ক্রোয়েশিয়া 

২০২১ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়?

উত্তর: তিন লাখ উননব্বই হাজার কোটি টাকা

FTP এর অর্থ কী? 

File Transfer Protocol 


একাডেমি অব সায়েন্স কোন দেশের  লাইব্রেরি 

উত্তর: রাশিয়া

বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশধনীর মাধ্যমে প্রবর্তিত করা হয়?

উত্তর: দ্বাদশ 

বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? 

উত্তর: সুন্দা প্রণালী 

Blue Economy কোন বিষয়ের সাথে সম্পর্কিত?

উত্তর: সমুদ্র অর্থনীতি 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার বেশি কোন দেশটির? 

উত্তর: মালদ্বীপ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  জাতিসংঘে বাংলা ভাষণ দিয়েছিল কবে?

উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।


বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কী?

উত্তর: গণভবন 

জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি?

উত্তর: প্যালেস্টাইন

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে?

উত্তর: ১২ মে ২০১৮

যুক্তরাজ্যের রাজা বা রাণী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? 

উত্তর: অস্ট্রেলিয়া 

১৯৭০ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ প্রদেশিক পরিষদে কতটি আসন লাভ করে?

উত্তর:  ২৮৮ টি


মজলিস কোন দেশের আইনসভার নাম? 

উত্তর: ইরানের 

ফেয়ার ফ্যাক্স কী

একটি গোয়েন্দা সংস্থা 

Bandwith কী?

উত্তর: bit per second 

বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যাক্তি কে?

উত্তর: রাষ্ট্রপতি

আরো পড়ুন 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিগত সালের নিয়োগ প্রশ্ন 


Previous Post Next Post