পিএসসি চাকরির পরীক্ষার বিগত সালের নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ বিষয়াবলী-১
জাতীয় সংসদে কোরামের জন্য কতজন সংসদ সদস্যের প্রয়োজন হয়?
৬০ জনমুক্তবাজার অর্থনীতি কত সালে বাংলাদেশে চালু হয়?
১৯৯১ সালে চালু হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯২১ সালেলালবাগের কেল্লা কে স্থাপন করেন?
আজশাহ শুরু করেন শায়েস্তা খান নির্মাণ শেষ করেনলাল বাগের কেল্লা সম্রাট আওরঙ্গজেব এর পুত্র শাহজাদা মোহাম্মদ আজমশাহ ১৬৭৮ সালে শুরু করেন আর শায়েস্তা খান নির্মাণ কাজ শেষ করেন।
বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত তারিখে?
১০ এপ্রিল ১৯৭১১৯৭১ সালের ১৯ এপ্রিল অস্থায়ী সরকার গঠন করা হয়। এবং ১৭ এপ্রিল অস্থায়ী সরকারের শপথ গ্রহণ করা হয়।ঘোষণা পত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
বাংলাদেশ সংবিধান কয়টা ভাষায় লিখিত? এ সংবিধানে কতটি ভাগ আছে?
দুইটি ভাষায় ১১ টি ভাগে লিখিতD-8 কবে গঠিত হয়?
১৫ জুন ১৯৯৭ সালেকিয়েটো চূক্তি কোথায় ও কবে স্বাক্ষরিত হয়?
১১ ডিসেম্বর ১৯৯৭ সালে।ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়?
৪ এপ্রিল ১৯৪৯ সালে ২৮ টি দেশ এর সদস্যআকাশে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি?
লুব্ধক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন