হরমুজ প্রণালী সম্পর্কে 


ভৌগলিক অবস্থানের দিক থেকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ প্রণালীর নাম হরমুজ প্রণালী। এটি পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত।পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহের (ইরাক,ইরান,কুয়েত,সৌদি আরব,বাহরাইন, কাতার ওমান,আরব আমিরাত) উপসাগর পার হয়ে সমুদ্রে পৌছার একমাত্র পথ।তাছাড়া বিদেশী জাহাজগুলোকে তাদের বানিজ্যিক উদ্দেশ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আসতে হলে আরব সাগর থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে হয়।হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ অবস্থান যুগে যুগে বহু যুদ্ধের ইন্ধন যুগিয়েছ। প্রণালীটি ৬০ কিমি এর বেশি চওড়া না হলে প্রতি দশ মিনিটে একটি তেলবাহী জাহাজ অতিক্রম করে।হরমুজ প্রণালীর এই গুরুত্বের জন্য ইরানের শাহ এ প্রণালীর তীরে বিশেষ করে ওমানের সমুদ্র উপকূলে কোন বিদেশি শক্তিকে ঘাঁটি করতে দেয় নি।ইরান ও ইরাকের মধ্যকার যুদ্ধটি এ অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়েছিল। 

ইরান হরমুজ প্রণালীর উপর দিয়ে বিদেশি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে ফলে ইরান ও আমেরিকার মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়।।

হরমুজ প্রণালী কোথায় অবস্থিত ও এর গুরুত্ব


Previous Post Next Post