Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৫/১১/২০২১

নবাব শায়েস্তা খানের আমলের জিনিসের দাম কেমন ছিল?

 নবাবের আমলে জিনিসপত্র 


সুবাদার শায়েস্তা খান ছিলেন একজন দক্ষ বিচারক,বিত্তবান ও ক্ষমতাশালী এবং দাতা হিসাবে যশের অধিকারী। তিনি বিভিন্ন জনহিতকর কাজের জন্য স্বরণীয় হয়ে আছেন।তার আমলে দ্রব্য মূল্যের দাম এত সস্তা ছিলো যে মাত্র ১ টাকায় আট মন চাল পাওয়া যেত। জিনিস পত্রের এই সস্তা মূল্যকে স্বরণীয় করে রাখার জন্য শায়েস্তা খান ঢাকা থেকে চলে যাবার পূর্বে দুর্গের পশ্চিমে তোরণ-দ্বার  বন্ধ করে দেয়ার আদেশ দেন।এবং সেখানে  লেখা হয় যে ভবিষ্যতে যে সুবেদার টাকায় আট মন চাল দিতে পারবে তিনি ব্যতীত আর কেউ যেন এই তোরণ- দ্বার না খোলে।

তার নির্দেশে অনেক দিন পর্যন্ত এটি বন্ধ ছিল।এবং নবাব সুজাউদ্দীনের সময় এটি খোলা হয়।শায়েস্তা খানের আমলে কৃষি কাজের সঙ্গে শিল্প ও ব্যবসা বাণিজ্যেরও যথেষ্ট প্রসার লাভ করে।তিনি বিদেশী বণিকদের এদেশে ব্যাবসা করতে উৎসাহিত করতে পেরেছিলেন।বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নের জন্য এই যুগকে মোগলদের স্বর্ণযুগ বলা হয়।


নবাব শায়েস্তা খানের আমলের জিনিসের দাম কেমন ছিল?