Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৮/১১/২০২১

কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার পদে নিয়োগ প্রশ্ন সমাধান ২০২১

  ব্যাংক নিয়োগ প্রশ্ন সমাধান সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ)২০২১



নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ নয়?

প্রশ্নে ছিল "পুনশ্চ "



মণিমঞ্জুষা শব্দের প্রমিত উচ্চারণ কি? 

উত্তর: মণিমোন্ জুশা


সমুদ্র স্বাদ মানিক বন্দোপাধ্যায় রচিত একটি

উত্তর: গল্পগ্রন্থ


চর্যাপদ হলো-সাধন সংগীত


নথ নাড়া বাগধারাটির অর্থ কী? 

অহংকার করা


আঠারো বছরের বৈশিষ্ট্য নয় এর অর্থ কী 

ভীরু 


পদ্মাবতী কোন ধরনের গ্রন্থ? 

অনুবাদক গ্রন্থ। 


মান্ধাতার আমল এখানে মান্ধাতা কে?

এক রাজার নাম 


ঐকতান বলতে বোঝায়-

সমন্বয় 


যিনি বিদ্যা লাভ করিয়াছেন এককথায়ে কী বলে?

কৃতবিদ্য 


একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু 

কার রচনা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।


ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: করণে ৭মী



প্রবেশ করার ইচ্ছাকে এক কথায় কী বলে? 

উত্তর: বিবিক্ষা



এখন গোল্লায় যাও কোন ক্রিয়ার উদহারন? 

উত্তর: মিশ্র ক্রিয়া



Bluetooth কীসের উদাহরণ? 

Personal Areal Network. 




কম্পিউটারে সিপিইউ এর কোন অংশ গানিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?


উত্তর: ALU






কম্পিউটার মেমরি  থেকে সংরক্ষিত ডাটা উত্তলনকে কী বলে?


Ans: Read


কম্পিউটার ভাইরাস কী?

উত্তর: একটি ক্ষতিকর প্রোগ্রাম। 


বাংলাদেশ কত সালে OIC এর সদস্য পদ লাভ করে?

উত্তর: ১৯৭৪ সালে।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়? 

উত্তর: জার্মানি 


জাতিসংঘের কোন সংস্থা করোনা ভাইরাস কে Pendamic  বলেছে? 

উত্তরঃ WHO



কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? 

উত্তরঃ সিয়েরা লিওন। 


কোন সংস্থার সচিবালয় বাংলাদেশে?

উত্তর: BIMSTEC 


UNHCR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

জেনেভা


কোন দেশটি মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগীরণ করে বেশি? 

উত্তর: যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? 

উত্তরঃ হেগ শহরে।


কোন সংস্থা ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে?

উত্তর: UNESCO 


আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? 

উত্তর: পানামা খাল


আমার দেখা নয়া চীন এর লেখক কে? 

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 


সোয়া অব নো গ্রাউন্ড কী?

উত্তর: সাবমেরিন ক্যানিয়ন


মেট্রোরেল এর অর্থের উৎস কী?

জাপান ও বাংলাদেশ 


স্বাধীনতা সংগ্রামে একমাত্র নৌ-সেক্টর কোনটি? 

উত্তর: ১০ নং সেক্টর 


বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে?

উত্তর: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। 


বাংলাদেশ এ পর্যন্ত কতটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? 

উত্তর: ৮ টি

মুজিব বর্ষ সমাপ্ত হবে কত তারিখে? 

উত্তর: ১৬ ডিসেম্বর ২০২১ 

বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? 

উত্তর: সৌদি আরব

মুজিব শতবর্ষ লোগোর ডিজাইনার কে?

সব্যসাচী হাজরা 


বিমান বাংলাদেশে যুক্ত হওয়া সর্বশেষ দুটি বিমানের নাম কী?

উত্তর: আকাশতরী ও শ্বেত বলাকা।

বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি লাভ করবে?

উত্তর: ২০২৬ সালে


প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? 

উত্তর: মহাস্থানগড়


সবুজপত্র পত্রিকার সম্পাদক কে?

উত্তর: প্রমথ চৌধুরী 

উনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিতে লেখা গ্রন্থ কোনটি? 

উত্তর: চিলে কোঠার সেপাই



 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী প্রশ্ন সমাধান 

ক) 'গণতন্ত্র' এর ব্যাসবাক্যসহ সমাস কি হবে?

উত্তর: গণের তন্ত্র = গণতন্ত্র, মধ্যলোপী কর্মধারয় সমাস

খ) যারা দেশ প্রেমিক, তারা দেশকে ভালোবাসে বাক্যটিকে সরল বাক্যে রুপান্তর  করো।

উত্তর: দেশ প্রেমিকরা দেশকে ভালবাসে। 

(গ) 'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে।

উত্তর: আরবী শব্দ 

ঘ) বসন্তে কোকিল ডাকে এ বাক্যে বসন্ত কোন কারক?

উত্তর: আধিকরণ কারক

ঙ। সঞ্চয় এর সন্ধিবিচ্ছেদ 

উত্তর: সম+চয়

মুক্তিযুদ্ধের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি কয়টি ওকি কি ?

উত্তর: চারটি। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক

সংক্ষেপে বর্ণনা করুন- 'মুজিব জন্মশতবার্ষিকী


৪। নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দিন।


(A) "Overseas' শব্দের অর্থ কি ?

উত্তর: বৈদেশিক 

4) Null and void' অর্থ কি?

উত্তর:  বাতিল

Fill up the gap:

This is-----useful book for research.

Ans::An

3) Translate into English:

1) মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

Freedom fighters are the best children of the nation

 ii) তোমার ঘড়িতে কয়টা বাজে?

what is the time by your watch.

Please write shortly about 'METRO RAIL'

৬। নিম্নলিখিত প্রশ্নসমূহের উত্তর দিন:

ক) কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? ৫/৬, ১১/১৫, ১১/১৪, ১৭/২১ )


 ১ মাইল=কত কিলোমিটার?

উত্তর: ১.৬০৯ কি.মি

৫ এর পূরক কোন কত?

উত্তর: ৮৫ 

গ) ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?

91 x2 + y2 =xy হলে (x+y)" এর মান কত?



৮। মান নির্ণয় করুন: (a+b) (a+c) (b+c)


৯। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র এর মধ্যে পার্থক্য কি?


আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আর বর্গক্ষেত্রের চার  বাহু সমান।

ক) 'সিত্রাং' শব্দের অর্থ কি?

উত্তর: পাতা

য) পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ উপজেলাসমূহের নাম কি?

লৌহজং ও জাজিরা


গ) মুজিববর্ষের লোগোর ডিজাইনার কে?

উত্তর: সব্যসাচী হাজরা

MRT পূর্ণরূপ কি?

উত্তর: mass rapid transit 

(6) কাঞ্চনজঙ্গা' কোথায়?

উত্তর:  নেপাল ও ভারতের সিকিম

5) যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তর: ঋষি সুনাক

'ASEAN' এর সদর দপ্তর কোথায়?

উত্তর: ইন্দোনেশিয়ার জাকার্তা 

() সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ানশীপ ২০২২ বাংলাদেশ দলের অধিনায়ক কে?

উত্তর: সাবিনা

ক) বাংলাদেশে COVID-19 আক্রান্ত রোগী প্রথম কবে শনাক্ত হয়?

উত্তর: ২০২০ সালে ৮ মার্চ 

খ) 'CPU' এর পূর্ণরূপ কি?

Central Processing Unit