শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদে নিয়োগ প্রশ্ন
অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান
সমাস নিষ্পন্ন পদকে কী বলে?
উত্তর: সমস্ত পদ
বসন্তে কোকিল ডাকে এ বাক্যে বসন্তে কোন কারক?
উত্তর: অধিকরণ কারক
ক্ষুধার্ত এর সন্ধিবিচ্ছেদ কী
ক্ষুধা+ঋত
সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ কী
সম্ভব+চায়
যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে কী বলে?
অকৃতজ্ঞ
ঢাকের কাঠি বাগধারার অর্থ কী?
তোষামুদে।
তিমির শব্দের বিপরীত শব্দ কোনটি?
আলো
দেহ শব্দের প্রতিশব্দ কোনটি?
উত্তর: তনু
কর্তা শব্দের স্ত্রী লিঙ্গ কী?
কর্ত্রী
চাঁদ, দই,হাতি এগুলো কোন প্রকারের শব্দ?
উত্তর: তদ্ভব।
মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি?
উত্তর: ছ
রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম তারিখ কোনটি?
উত্তর: ২৫ বৈশাখ
পল্লীকবি জসীমউদ্দিন এর লেখা গ্রন্থ কোনটি?
উত্তর: রাখালী
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙর নদী গ্রেনেড কার লেখা?
উত্তর: সেলিনা হোসেন।
বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটির লেখক কে?
উত্তর: শামসুর রহমান
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর এর রচয়িতার নাম কী?
উত্তর: সেলিম আল দীন
শিশুতোষগ্রন্থ ইতোল-বিতোল কে লিখেছেন?
সুফিয়া কামাল
সাহিত্য সম্রাট কাকে বলা হয়?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
obligate এর adjective form কোনটি?
obligatory
ঢাকা-জলপাইগুড়ি পর্যন্ত চালু হওয়া ট্রেনের নাম কী?
উত্তর: মিতালী এক্সপ্রেস।
২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।
বাকল্যান্ড কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা নদী
NAM কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬১ সালে।
জাপানের পতাকার রং কী?
লাল ও সাদা
স্যাটেলাইট সম্পন্ন দেশের তালিকায় বাংলাদেশ কততম?
উত্তর: ৫৭ তম।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ চলচিত্রের নাম-
তর্জনী
বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে?
উত্তর: ১৫৩ টি।
কোন আমলে বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো?
উত্তর: মুঘল আমলে
কোন সালে নৃশংস জেল হত্যা ঘটানো হয়?
উত্তর: ৩ নভেম্বর ১৯৭৫ সালে।
ইংরেজী অংশ
Iron is ----- useful metal.
Water has no colour এখান water কোন ধরনের Noun?
Material noun
The bell has already been -----
Ans: Rung
Princes হচ্ছে Plural শব্দ।
We need as --- people as possible.
Ans: many
What is opposite Gender of Poet?
Ans: Poetess
She has been sick since last week. এটা কোন ধরনের Tense?
Ans: Present Perfect Tense.
The Greater the demand ------ the price.
Ans: The higher.
The Teacher is popular ------his students.
Ans: with
The mother was anxious -----The safty of her son.
Ans: about
I take always umbrella -----it rains
Ans: in case
Our boss makes us----- very hard
Ans: Work
What is singular form of Agenda?
Ans: Agendum
আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব এর ইংরেজি কী হবে?
We shall discuss the matter.
Bounce back এর অর্থ কী?
Recover
Dacca থেকে Dhaka লেখা শুরু হয় কবে থেকে?
উত্তর: ১৯৮২ সাল থেকে।
Synonym Of disparity?
Ans: Difference.
Hypothesis is a singular number.
Be all and end all এর অর্থ কী?
Ans: Supreme aim.
"May Allah help you" is Optative sentence.
নাচতে না জানলে উঠান বাঁকা এর ইংরেজি অর্থ কী?
Bad Work man quarrels with his tools.
৬৫° কোণের পূরক কোণ কত?
উত্তর: ২৫ °
গ,সা,গু দ্বারা কি বোঝায়?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
No comments:
Post a Comment