চৌধুরী বংশ পদবী কিভাবে এলো?
চৌধুরী বংশের নামকরণ যেভাবে হলো
সংস্কৃত শব্দ চতুরধর থেকে চতুর+ধর থেকে চৌধুরী হয়েছে। মুঘলরা এই নামে অন্যদের সম্মানিত করতেন।এরা ছিলেন চর্তুসীমানার শাসক।তাই বাংলার বেশিরভাগ শাসকের নামের শেষে চৌধুরী দেখা যায়। আবার অনেকে মনে করেন চৌথহারী থেকে চৌধুরী হয়েছে যার অর্থ এ চতুর্থাংশ রাজস্ব আদায়কারী।
No comments:
Post a Comment