শেখ বংশের ইতিহাস ও শেখ বংশের নামকরণ 

কাদের শেখ বলা হয়?

শেখ দ্বারা সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়কে বোঝায়। আরব থেকে যারা ইসলাম প্রচার করতে আসতেন তাদেরকে শেখ বলে ডাকা হতো।আরবের গোত্র প্রধান বা বয়স্ক ব্যক্তিদের শেখা বলে সম্বোধন করা হতো। তবে সব শেখ যে আরব থেকে এসেছে ব্যাপারটা এমন না হতেও পারে। শুরুতে যারা ইসলাম গ্রহণ করে তা প্রচার প্রসারে কাজ করেছে তাদেরকেও শেখ বলা হতো।

Previous Post Next Post