ইন্জিনিয়ারিং ছড়া
ড্রিল মেশিন নিয়ে ছড়া
বোরিং-হোলিংসহ ছিদ্র যুক্ত যত কাজে
করতে পারো বিটের ঘূর্ণায়মান গতির সাহায্য।
ওয়েব,মার্জিন, ফ্লুট,লিপ,বডি ক্লিয়ারেন্স, শ্যাংক
টুইস্ট ড্রিলের আরো অংশ ড্রিল পয়েন্ট, ট্যাং।
যদি ড্রিল বিটে কুলিং ফ্লুইডস ব্যবহার না করো
প্রতি জবে বিট ভাঙবে নিশ্চিত থাকতে পারো।
লেদ মেশিন
বলতে পারো কোন মেশিনে
এনেছে যন্ত্র বিপ্লব?
ফেসিং,বোরিং,স্যান্ডিং,রিমি,নার্লিং
করা যায় আরো কত কী সব!
বলতে পারো কোন মেশিনে প্যাঁচ কাটা যায়
কোন মেশিনকে মেকানিক্যালের মা বলা হয়।
তার নাম লেদ মেশিন
জন্ম ১৭৫১ সালে
লেদ ছাড়া যন্ত্র অচল
সব লোকে বলে।
লেখক: আব্দুর রহমান শিপুল
No comments:
Post a Comment