Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৫/১২/২০২১

ছায়াপথ বা গ্যালক্সি কী

 গ্যালাক্সি

গ্যালাক্সিকে কী নামে ডাকা হয়?

আমরা যে  গ্যালাক্সিতে বসবাস করছি বা পৃথিবীর নিজস্ব যে গ্যালাক্সি তাকে মিল্কিওয়ে নামে সম্বোধন করা হয়। এটি পৌরাণিক গ্রীক কাহিনী থেকে নেয়া হয়েছে। কারণ আমাদের এই গ্যালাক্সি দেখতে ছিটানো দুধের ব্যান্ডের মত।চীনারা একে সিলভার রিভার বলে।সাউথ আফ্রিকার কালাহারি মরুভূমির লোকেরা একে ব্যাকবন অব নাইট বা রাতের মেরুদণ্ড বলে ডাকে।

পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি  বা মিল্কিওয়ের  দূরত্ব পৃথিবী থেকে  ০.০২৭ মিলিয়ন আলোকবর্ষ দূরে।আর পৃথিবীর থেকে সবচেয়ে দূরে গ্যালাক্সি বা ছায়াপথটি  ৩২০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। 

গ্যালক্সি বা ছায়াপথ কী

গ্যালাক্সি বা  ছায়াপথ  হলো নক্ষত্র, ধূলিকণা,নক্ষত্র গ্যাস, তমোপদার্থ নিয়ে গঠিত মহাকর্ষীয় টানে আবদ্ধ একটি জগৎ। একে বাংলায় ছায়াপথ বলা হয়।

ধারণা করা হয় কয়েকশ মিলিয়ন বামনাকৃতি ও  একশো ট্রিলিয়ন দানবাকৃতির তারা নিয়ে গঠিত এই ছায়াপথ বা গ্যালাক্সি। প্রতিটি ছায়াপথ তার ভরকেন্দ্রটির চারিদিকে আবর্তনশীল।