এইচ আইভি এইডস

AIDS এর পূর্ণ রুপ কী? 

Acquired Immune Deficiency Syndrome 

HIV এর পূর্ণ রুপ কী? 

Human Immunodeficiency Virus.

এইডস রোগের উপসর্গগুলো কী কী?

ক. শরীরের ওজন দ্রুত কমে যায়।

খ. অজানা কারণে দুই বা ততোধিক সময় ধরে গায়ে জ্বর থাকা।

গ. দীর্ঘদিন ধরে শুকনা কাশি থাকা।

ঘ. শরীরের বিভিন্ন জায়গায় ছত্রাকজনিত সংক্রমণ থাকা।


এইডস কেন হয়? 

অবাধ ও অনিয়ন্ত্রিত বিকৃত যৌনমিলনের ফলে রোগটি ছড়িয়ে পড়ে। নতুন ব্লেড,নতুন সুচ-সিরিঞ্জ ব্যবহার না করলে ও রক্ত গ্রহণের সময় রক্ত পরীক্ষা না করে নিলে এইডস হতে পারে।

মানুষ কিভাবে এইডস আক্রান্ত হলো?

অ-মানব প্রজাতির প্রাণী থেকে  মানুষ সংক্রমিত হয়। যেমন বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের শরীরে HIV এইডস ভাইরাস প্রবেশ করেছে বলে ধারণা করা হয়।

২০১৭ সালের যুক্তরাষ্ট্রের  এক জরিপ অনুযায়ী AIDS আক্রান্তের ৭০% সমকামী বা উভয়কামী।


বিশ্বে এইডস রোগীর সংখ্যা কত?

বিশ্বে এইডস রোগীর সংখ্যা ২০১৬ সালের হিসাব অনুযায়ী ৩ কোটি ৬৭ লক্ষ। ১৯৮০ সালে HIV AIDS আবিষ্কারের পর থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ কোটি ৫০ লক্ষ লোক মারা গেছে। 



কোন দেশে এইডস রোগীর সংখ্যা বেশি?

সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্ত।তা প্রায় ২৭ লোক হবে।


বাংলাদেশে এইডস রোগী কত জন? 

২০২০ সালের এক হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট  ১৪০০০ লোক এইডস রোগে আক্রান্ত। 


নবীনতর পূর্বতন