Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৬/১২/২০২১

জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরিক্ষার প্রস্তুতি

 Junior instructor and Instructor jobs exam Preparetion 

বাংলাদেশ কারিগরী শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক ইন্সটিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট ও টিটিসিতে  ইন্সট্রাক্টর পদে নিয়োগ পরিক্ষার প্রস্তুতি নিতে  পড়ুন।  

Read on to prepare for the recruitment examination for the post of Instructor in Polytechnic Institute, Vocational Institute and TTC under the Department of Technical Education, Bangladesh


Bpsc instructor jobs question 

অনিকেত কার ছদ্মনাম? 

উত্তর: নির্মল সেন


মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?

উত্তর: ফয়েজ আহমেদকে


শীকর শব্দের অর্থ কি? 

উত্তর: জল কণা


মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্ত হয়ে কোন রেখা?

উত্তর: সনোরা লাইন।

ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয়? 

উত্তর: জয়পুর

রেডক্রস এর প্রধান দপ্তর কোথায়? 

উত্তর: জেনাভা


কত সালে আরবদেশগুলো পাশ্চাত্যে তেলের অবরোধ দেয়?

উত্তর: ১৯৭৩ সালে।


শ্যামদেশ কাকে বল হতো?

উত্তর: থাইল্যান্ডকে।

অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত? 

উত্তর: সুইজারল্যান্ড 

Fift Column কোন অর্থে বলা হয়?

উত্তর: বিশ্বাস ঘাতক অর্থে।

বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর: ফ্রাঙ্কফুর্ট


প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম কি?

উত্তর: বরিশাল 


বঙ্গভঙ্গ রহিত করা হয় কবে? 

উত্তর: ১৯১১ সালে।


শিশুতোষ শিক্ষামূলক কার্টুন 'মিনা' কার সৃষ্টি? 

উত্তর: মুস্তফা মনোয়ার


বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়? 

উত্তর: ২ মার্চ ১৯৭১ সালে

সংবিধানের ব্যাখ্যাকারক কে?

উত্তর: সুপ্রিম  কোর্ট


ময়নামতির চর এর লেখক কে?

উত্তর: বন্দে আলী মিয়া


ড. মোহাম্মদ শহিদুল্লাহ কোন সালে পত্রিকা সম্পাদনা করতেন? 

উত্তর: আঙ্গুর


ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? 

উত্তর: সুনীতি কুমার চট্টোপাধ্যায় 

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কার?

উত্তর: প্রমথ চৌধুরীর।


হারাম কি?

উত্তর: প্রাচীন লোকসঙ্গীত। 


বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার?

উত্তর: শাহ আবদুল হামিদ


বাংলাদেশে প্রথম থ্রি জি চালু করে কোন মোবাইল অপারেটর?

উত্তর: টেলিটক


 ভাইরাস কী? 

উত্তরঃ একটি অকোষী জীব


গোদ রোগের জন্য দায়ী কোনটা?

উত্তর: ফাইলেরিয়া কৃমি


রক্তনালীতে রক্ত জমে না যাওয়ার কারণ কি?

উত্তর: হেপারিন


এনজাইম কি দিয়ে তৈরি?

উত্তর: আমিষ

ডায়োড সবচেয়ে বেশি ব্যবহার হয় কি হিসাবে?

উত্তর: রেক্টিফায়ার 


কোন খনিজ লবনের কারণে গাছের পাতা ও ফুল ঝড়ে যায়?

উত্তর: ফসফরাস 

শরীরবিদ্যার জনক কে?

উত্তর: ভেসলিয়াস


কচু খেলে গলা চুলকানোর কারণ কি?

উত্তর: কচুতে ক্যালসিয়াম কার্বনেট থাকে।