Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/১২/২০২১

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন -২০২১

শিক্ষা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান 

পদের নাম: ক্যাশিয়ার/স্টোরকিপার 


ইংরেজি অংশ 

would you please find out Bangladesh -----the map.

Ans: On

সঠিক বানান: Lieutenant 

The meaning of the word obese is 

Ans: very Fat

What does people put on their face to protect Covid-19

Ans: mask






What is the synonym of annoyed? 

Ans: Angry.

Pledge means 

Ans: Make a promise.




The national mausoleum is

Ans: At Savar


Correct spelling: Crisis 


বাংলা অংশ সমাধান 

মাধুর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী

উত্তর: মধুর+য


নাড়াবুনে বাগধারার অর্থ কি? 

উত্তর: মূর্খ

হ কোন ধ্বনির অন্তর্ভুক্ত? 

উত্তর: ঘোষ ধ্বনি


চর্যাপদ কে সম্পাদনা করেন?

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী 

অরণ্য শব্দের স্ত্রী লিঙ্গ কী?

উত্তর: অরণ্যানী

অনুচিত কোন সমাস?

উত্তর: তৎপুরুষ সমাস 


অক্ষৌহিণী এর সন্ধি বিচ্ছেদ কি?

উত্তর: অক্ষ+ ঊহিনী

মরণ পথের প্রতিক্ষা করছে যে এক কথায় কি হবে?

উত্তর: মুমূর্ষু 

এক ঘুম ঘুমিয়েছি কিসের উদাহরণ? 

উত্তর: সমধাতুজ কর্ম।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলকে কোন বই উৎসর্গ করেছে? 

উত্তর: সঞ্চিতা

উনুন শব্দটি কোথা থেকে এসেছে? 

উত্তর: সংস্কৃত ভাষা থেকে।


রেখা চিত্র কোন ধরনের গ্রন্থ? 

উত্তর: আত্মজীবনীমূলক।


কন্যা শব্দের অপিনিহিতি কি? 

উত্তর: কইন্য


উদ্যম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কি?

উত্তর: উৎ+যম


সকলকে মরতে হবে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তর: কর্তায় ২য়া

তুমি কী খাবে -বাক্যে কী ব্যবহার হয়েছে 

-ক্রিয়া বিশেষন হিসাবে।


বাংলা সাহিত্যে যুগ সন্ধির কবি বলা হয় কাকে?

উত্তর: ইশ্বরচন্দ্র গুপ্তকে

কাজী নজরুল বাংলা মাসের কত তারিখে মারা যায়?

উত্তর: ১২  ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ। 


সাধারণ জ্ঞান 

ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোথায়?

উত্তর: দক্ষিণ আমেরিকা 

G-7 এর একমাত্র এশীয় দেশের নাম কি?

উত্তর: জাপান

SDG এর লক্ষ্যমাত্রা কয়টি?

উত্তর: ১৭ টি


আইসিসি টি-২০ বিশ্বকাপ -২০২১ জয়ী দেশের নাম কি?

উত্তর: অস্ট্রেলিয়া। 


কফ-২৬ সম্মেলন ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়? 

উত্তর: স্কটল্যান্ড 

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর: ১৩৬ তম


সিটি অব লাভ এ্যান্ড লাইটস কোথায় অবস্থিত? 

উত্তর: প্যারিস

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর সমাধি কোথায়? 

উত্তরঃ নানিয়ার চর

বাংলার নৌকা বাইচ উৎসবের সূচনা করেছে কে?

উত্তর: ইসলাম খান


১ জিবি সমান কত এমবি

উত্তরঃ ১০২৪ এমবি।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কোন সালে?

উত্তরঃ ২০২১ সাল


কোভিড-১৯ কোয়ারান্টাইন এর সময়কাল কত?

উত্তরঃ ১৪ দিন


বাংলাদেশে কোভিড-১৯ রোগী সর্বপ্রথম কোন তারিখে ধরা পড়ে?

উত্তর: ৮ মার্চ ২০২০ সালে।

পদ্মাসেতুর স্প্যান কয়টি?

উত্তর: ৪১ টি।


পুরাতন ব্রহ্মপুত্র  ও মেঘনার মিলিত স্থান কোথায়?

উত্তর: ভৈরব।