বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিগত সালের পরিক্ষার প্রশ্ন -২০২১
পদের নাম: উপ-সহকারী কৃষি কর্মকর্তা
বিগত সালের কৃষি অফিসার নিয়োগ পরিক্ষার প্রশ্ন
DAE Means Department Of Agriculture Extension. dae or Department of agriculture extension exam question solution 2021 has been published by our team. DAE is a Government Institute. DAE Sub asst agriculture Officer niog question solution here below
কৃষি অফিসার নিয়োগ প্রশ্ন সমাধান
bachelor is a masculine gender
চারা রোপনের কত দিন পূর্বে হার্ডেনিং করতে হয়?
উত্তর: ১৫ দিন।
৭ মার্চ ভাষণকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়?
উত্তর: ২০১৭ সালে।
অমর একুশের প্রথম কবিতা কোনটি?
উত্তর: কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
The man died ----cancer.
Ans: Of
মেসোপটেমিয়ার বর্তমান নাম কী?
উত্তর: ইরাক
ফ্লোরিকালচার কি?
উত্তর: ফুলচাষ সংক্রান্ত বিদ্যা
বাংলাদেশের মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত?
উত্তর: ৬৭৬ জন।
প্রত্যায়িত বীজে কোন রঙের ট্যাগ দেয়া হয়?
উত্তরঃ হলুদ
পরজীবি পোকা কোনটি?
উত্তর: মাজরা পোকা
কোন PH আলুর ফলন ভালো হয়?
উত্তর: ৫-৭
ধান জাতীয় ফসলের প্রধান ক্ষতিকারক আগাছা কি?
শ্যামা
কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পেয়েছেন?
উত্তর: উইনস্টন চার্চিল
সালোকসংশ্লেষন প্রক্রিয়াতে কি তৈরি হয়?
উত্তর: শর্করা
রবীন্দ্রনাথ কত সালে নোবেল পান?
উত্তর: ১৯১৩ সালে।
নিশীথ সূর্যের দেশ কোনটি?
উত্তর: নরওয়ে
adjective form of Sun is
Ans: Solar
mice is a plural number
আলু ধ্বসা রোগ কিসের কারণে হয়?
উত্তর: ছত্রাক
কবর নাটকের রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরী
Antonym of Pleasure
Ans: Pain
দানাদার জাতীয় শস্য সংরক্ষনের জন্য নিরাপদ জলীয় অংশ কত শতাংশ হওয়া উচিত?
উত্তর: ১৩.
মাইটস কত শতাংশ আর্দ্রতার নিচে বাঁচে না?
উত্তর: ৬০
কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কান ভারি করা বাগধারার অর্থ কী?
উত্তর: কুপরামর্শ দেয়া
সাবাস বাংলাদেশ ভাস্কর্য কোথায়?
উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ইরাটাম কি?
উত্তর: উন্নত জাতে ধান
সার্ক এর সদর দপ্তর কোথায়?
উত্তর: কাঠমুন্ডু
দশাসই শব্দের অর্থ কি?
উত্তর: লম্বাচওড়া
জ্যোছনা ও জননীর গল্প কোন ধরনের উপন্যাস?
উত্তর: মুক্তিযুদ্ধ বিষয়ক
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর
Mr. Robin is ---- humorist
Ans: A
সরিষার প্রধান ক্ষতিকারক পোকা কোনটি?
উত্তর: জাবরা পোকা
পদ্মরাগ কার লেখা?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর
হাঁস মুরগির ঘর কোন দিকমূখী হলে ভালো?
উত্তর: দক্ষিণ মুখী
To join two word use
Ans: hyphen
কৃষি দিবস কত তারিখে?
উত্তর: পহেলা কার্তিক
বাক-যন্ত্রের মাধ্যমে উচ্চারিত শব্দকে কি বলে?
উত্তর: ধ্বনি
পাটের জিন রহস্য উন্মোচন করেন কে?
উত্তর: ড. মাকসুদুল আলম
Students have free ----- to the teachers.
Ans: access
বাংলা সাহিত্যে সনেট এর জনক কে?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
বাংলাদেশের সীমানার উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীতে?
উত্তর: হালদা
বাংলাকে গণপরিষদের ভাষা হিসাবে স্বীকৃতির জন্য প্রথম দাবী তোলেন কে?
উত্তর: ধীরেন্দ্রনাথ দত্ত।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ সালের পরে কত সালে প্রথম বাংলাদেশে ফিরে আসেন?
উত্তর: ১৯৮১ সালে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের সুরকার কে?
-আলতাফ মাহমুদ
অর্জুন একটি ঔষধি গাছ।
The book Hamlet is a----
Ans: Drama
সরকারী বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি
উত্তর: BADC
বাংলাদেশের সাথে বৈদেশিক বানিজ্য সবচেয়ে বেশি কোন দেশের সাথে?
উত্তর: চীন
ব্লাক বেঙ্গল কিসের জাত?
উত্তর: উন্নত জাতের ছাগল
জল শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর: উদক
আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী
শ্বেত স্বর্ণ বলা হয় কাকে?
উত্তর: চিংড়ি কে
হাড়িভাঙা কিসের জাত?
উত্তর: আম
I got the work ----- by him.
Ans: done
বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তর: BARI
মানুষের চেয়ে বড় কিছু নাই,নহে কিছু মহিয়ান কার লেখা?
উত্তর: কাজী নজরুল ইসলাম এর
বঙ্গবন্ধু ৬ দফা দাবী কোথায় উত্থাপন করেন?
উত্তর: লাহোরে
চর্যাপদ কোন যুগের কাব্য?
উত্তর: প্রাচীন যুগের।
রেশম পোকা থেকে কোন ধরনের সূতা তৈরী হয়?
উত্তর: রেশমি
নাইট্রোজেন হলো ম্যাক্রোমৌল
It is 10 O'Clock ----- my watch
Ans: by
No comments:
Post a Comment