Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

৩১/১২/২০২১

প্যাটর্ন এলাউন্স-মেকানিক্যাল ও ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি

 এলাউন্স

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল বিভাগের চাকরির পরীক্ষার প্রস্তুতি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ডুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পড়ুন

প্যাটার্ন এলাউন্স কি?

প্যাটার্ন তৈরির সময় যে বাড়তি অংশ রাখা হয় তাকে প্যাটার্ন এলাউন্স বলে।গলিত ধাতব পদার্থ জমাট বাঁধলে সংকোচিত হয় ফলে উৎপন্ন ঢালাই বস্তু আকারে ছোট হয়ে যায় তাই সঠিক আকৃতির বস্তু উৎপাদনের জন্য প্যাটর্নে বাড়তি অংশ রাখা হয়। 


প্যাটার্ণ এলাউন্স কত প্রকার ও কি কি?

ক.  বিকৃতি / ক্যাম্বার

খ. র‍্যাপিং বা শেকিং এলাউন্স

গ. ফিনিশিং এলাউন্স

ঘ. সংকোচন এলাউন্স

ঙ. ড্রাফট এলাউন্স


ড্রাফট এলাউন্স কাকে বলে?

মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার সময় মোল্ড গর্তের কিনারা ভেঙে যেতে পারে।এই জন্য প্যাটার্নের খাড়া তলে ট্যাপার আকৃতির যে বাড়তি অংশ থাকে তাকে ড্রাফট বলে।


ফিনিশিং বা মেশিনিং এলাউন্স কাকে বলে?

ঢালাই বস্তুর তেল অমসৃণ হয়ে থাকে।তাই মসৃন করার জন্য মেশিনিং করার প্রয়োজন পড়ে।তাই মেশিনিং এর জন্য যে এলাউন্স রাখা হয় তাকে ফিনিশিং এলাউন্স বলে।


সংকোচন এলাউন্স কাকে বলে?

উত্তর: ঢালাই বস্তু শীতল হলে সংকোচিত হয়ে ছোট হয়ে যায় তাই প্যাটার্ন বড় করতে হয় একে সংকোচন এলাউন্স বলে।


শেকিং এলাউন্স কাকে বলে?

মোল্ডে হতে প্যাটর্নকে উত্তোলনের সময় নড়াচড়া করার কারনে মোল্ডে কিছুটা বড় হয়ে যায় যার ফলে ঢালাই বস্তু কিছুটা বড় হয়।এরজন্য প্যাটার্ন ছোট রাখতে হয়।


পজিটিভ এলাউন্স কাকে বলে?

গলিত ধাতু ঠান্ডা হলে তার সংকোচন ঘটে। এ সংকোচনের কারনে প্যাটর্নে যে এলাউন্স রাখা হয় তাকে পজিটিভ এলাউন্স বলে।


নেগেটিভ এলাউন্স কাকে বলে?

ছিদ্র ধরনের মাপ হলে তা ছোট নেওয়া হয়।একে নেগেটিভ এলাউন্স বলে।


জিরো এলাউন্স কাকে বলে?

ঢালাইয়ের যে সকল অংশের মাপের সামান্য তারতম্যের জন্য এলাউন্স রাখা হয় না তাকে জিরো এলাউন্স বলে।


স্যান্ড কাস্টিং এর জন্য তৈরি প্যাটার্নে কি কি এলাউন্স রাখা হয়? 

সংকোচন এলাউন্স, মেশিনিং এলাউন্স,ড্রাফট বা টেপার এলাউন্স