Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১২/১২/২০২১

psc prilimenery mcq question

 পিএসসি নন-ক্যাডার ও বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতি 


PSC or BPSC Non cadre preliminary exam question solution 2021 has been solved by OUR team. Bangladesh Public Service Commission mcq question solution here

আন্তর্জাতিক বিষয়াবলী 

মেসোপটেমিয়ার বর্তমান নাম কী বা ইরাকের পূর্ব নাম কী ছিল?

উত্তর: মেসোপোটেমিয়ার পূর্ব নাম ইরাক।


পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? 

উত্তর: পৃথিবীতে ৫ টি মহাসাগর রয়েছে। 




কিউটো কোন দেশের প্রাচীন রাজধানী 

-কিউটো জাপানের প্রাচীন রাজধানী। 


হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?

-গেস্টাপো 


বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কী?

- পঞ্চগড় 


পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুর  নাম কি?

 - রোডিয়াম (Rhodium)




মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? 

- স্যার আইজেক নিউটন। 


আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি? 

-ভিক্টোরিয়া।

দক্ষিণ আফ্রিকার মানচিত্রে Homes of Africa বলা হয় কোন কোন দেশকে?

হোমস অব আফ্রিকা বলা হয় সোমালিয়া,ইরিত্রিয়া, ইথিওপিয়া ও জিবুতিকে।

হেরাল্ড ট্রিবিউন কোথা থেকে প্রকাশিত হয়? 

হেরাল্ড ট্রিবিউন নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়। 

আমেরিকাতে কে কত সালে কৃতদাস প্রথা বিলোপ করেন? 

১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।


নেপালীয় ভাষায় এভারেস্ট কে কোন নামে ডাকা হয়?

উত্তর: নেপালী ভাষায় এভারেস্ট শৃংগের নাম সাগরমাতা

এভারেস্ট জয়ী প্রথম নারীর নাম কী?

এভারেস্ট জয়ী প্রথম নারীর নাম জুনকো তাবেই (জাপান)

মালয়েশিয়ার উচ্চতম টাওয়ার এর নাম কী?

মালয়েশিয়ার উচ্চতম টাউয়ার এর নাম পেট্রোনাস টুইন টাওয়ার 

পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে? 

উত্তর: পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়েছে। 

আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? 

রাশিয়া 


বিজ্ঞান ও প্রযুক্তি 

সিরামিকস কাকে বলে?

সিরামিকস বিভিন্ন সিলিকেটস এর মিশ্রণ। এর প্রধান উপাদান চাইনা ক্লে।

অ্যারোমেটিকস কাকে বলে?

যেসব যৌগের অনুতে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান থাকে তাকে অ্যারোমেটিকস বলে।

টেস্টিং সল্ট এর রাসায়নিক উপাদানের নাম কী?

টেস্টিং সল্ট সোডিয়াম এর একটি লবন।এর রাসায়নিক সংকেত মনো সোডিয়াম গ্লুমেট।


বাংলাদেশ বিষয়াবলী 


বাংলাদেশ বীরত্ব পুরস্কার কয়টি ও কী কী?

বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীর প্রতীক, বীর বিক্রম।

২০১১ সালের ২৮ নভেম্বর থেকে নতুন নামকরণ করা হয় যেমন বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব, বীর দূর্জয়।


বাংলাদেশ সংবিধানের নাম কী?

-বাংলাদেশ সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগ পত্র দেবেন। 

-স্পীকারকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখে পাঠাবেন। 




উত্তরা গণভবন কোথায়?

নাটোরে