Use of By- By এর ব্যবহার
by এবং with এই দুইটা preposition এর ব্যবহার নিয়ে অনেকে কনফিউজড হয়ে যান।কোথায় By এবং কোথায় With বসবে।কারণ উভয় শব্দ দ্বারা,দিয়া ইত্যাদি অর্থ বোঝায়।
Use Of By -বাই এর ব্যবহার
ক. learn English by reading mbdjobs website.
এখানে by এর পর একটি Verb বসেছে। by এরপর সাধারণত Noun বসে।Verb এর সাথে Ing যোগ করে Noun হয়েছে।
তাহলে আমরা এভাবে বলতে পারি। By +verb+ing
আরেকটি উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে।
I turned on the TV by pushing ON button.
খ. Communication, Transportation অর্থাৎ যোগাযোগ, যাতায়াত-পরিবহন ইত্যাদি বোঝালে By বসে।
যেমন. by email, by messenger ইত্যাদি
এবার আসি যোগাযোগ বা যাতায়াত এর ক্ষেত্রে কোন Preposition বসবে?
I will go by Car, by Bus, By Truck ইত্যাদি।
With এর ব্যবহার
ক. যদি কোন বাক্যে "দ্বারা" বা দিয়ে থাকে তবে Body Parts, Instrument, Tools ইত্যাদি জাতীয় শব্দের বাক্য গঠনকালে With বসবে।যেমন:
I write with pen.
I point With fingers.
No comments:
Post a Comment