Veto শব্দের অর্থ কি?
ভেটো ( Veto ) একটি ল্যাটিন শব্দ। ভেটো শব্দের অর্থ " আমি মানি না"। সাধারণত বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে যেকোন এক সদস্যের কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ার ক্ষমতাকে ভেটো বলে।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী দেশের নাম: যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,চীন,রাশিয়া,ফ্রান্স।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন