সাগর-মহাসাগর
মহাসাগর কাকে বলে?
বিস্তীর্ণ বিশাল জল রাশিকে মহাসাগর বলে।
পৃথিবীতে মহাসাগর কয়টি?
পৃথিবীতে মোট ৫ টি মহাসাগর রয়েছে।
যথা: ভারত মহাসাগর,প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর,অ্যান্টার্কটিক মহাসাগর।
সাগর কাকে বলে?
মহাসাগরের থেকে আয়তনে ছোট জলরাশিকে সাগর বলে।
উপসাগর কাকে বলে?
তিন দিক স্থল দ্বারা বেষ্টিত জলরাশিকে উপসাগর বলে।
হ্রদ কাকে বলে?
চারদিকে স্থল দ্বারা বেষ্টিত জলরাশিকে হ্রদ বলে।
পৃথিবীর গভীরতম ও বৃহত্তম মহাসাগরের নাম কী?
উত্তর: প্রশান্ত মহাসাগর
পৃথিবীর গভীরতম স্থান কোনটি
পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ।
গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?
-দক্ষিণ চীন সাগর।
পৃথিবীর গভীরতম সাগরের নাম কী?
উত্তর: ক্যারিরিয়ান সাগর
পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কী?
-মেক্সিকো উপসাগর।
No comments:
Post a Comment