Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৪/০১/২০২২

বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?

বিশ্বগ্রাম  বা  Global village ধারণাটি কার?


 বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তক  মার্শাল ম্যাকলুহান।

ম্যাকলুহান কে?


Global village ধারণাটি কার?


মার্শাল ম্যাকলুহান  একজন কানাডিয়ান দার্শনিক। ২১ জুলাই ১৯১১ সালে কানাডায়  তার জন্ম এবং ৩১ ডিসেম্বর ১৯৮০ সালে কানাডার টরেন্টো তে মৃত্যু বরন করেন। তিনি মিডিয়া থিওরী নিয়ে লেখালেখি ও গবেষণা করেছেন।

গ্লোবাল ভিলেজ কাকে বলে?

 বিশ্বব্যাপী মিডিয়া ও তথ্যপ্রযুক্তির প্রচারের ফলে সমগ্র বিশ্ব আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। মূহুর্তের মধ্যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারছি যেকোন সংবাদ বা ঘটনা মূহুর্তের মধ্যে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়তে পারছে। এই বিষয়টাকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলা হচ্ছে । শব্দটি কানাডিয়ান মিডিয়া তত্ত্ববিদ মার্শাল ম্যাকলুহান তার বই দ্য গুটেনবার্গ গ্যালাক্সি: দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ে তুলে ধরেছেন। বই দুটি যথাক্রমে ১৯৬২ এবং ১৯৬৪ সালের দিকে প্রকাশিত হয়।