Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারী নিয়োগ প্রশ্ন সমাধান

 খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরিক্ষা 

 

কোন অপিনিহিতির উদাহরণ? 

উত্তর: রাইত



which sentence is correct 


Ans: I forbade him to go.




মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহার হয়েছে 


উত্তর: ক্রিয়া বিশেষণ রুপে


পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 


উত্তর: ৬.১৫ কিমি


দুইটি সংখ্যার অনুপাত ৪:৩ এবং গসাগু ৪ হলে বৃহত্তম সংখ্যা কত? 


উত্তর: ১৬




শরতের শিশির বাগধারার অর্থ কী? 


উত্তর: সুসময়ের বন্ধু 


who wrote The taming of the shrew?


Ans: G.B shaw




কোনটি যোগরূঢ় শব্দ? 


উত্তর: পঙ্কজ 




দেখে যেন মনে হয় চিনি উনারে এখানে যখন কোন পদ?


উত্তর: সংযোজক অব্যয়


খনার বচন এর মূলভাব কী?


উত্তর: শুদ্ধ জীবন-যাপন 




Find the correct compound sentence 


Ans: i did this and do offered him.




জয় বাংলা বাংলার জয় গানের সুরকার কে? 


উত্তর:  গাজী মাজহারুল আনোয়ার 




টাচ স্ক্রীণ প্রযুক্তির উদ্ভাবক কে? 


উত্তর:   ড  স্যামুয়েল হান্ট



ভূ-পৃষ্ঠের সৌরদ্বিপ্ত ও অন্ধকারাচ্ছন্ন জায়গার সংযোগস্থলকে কি বলে?


উত্তর: ছায়াবৃত্ত 




Who uis the known as the father of green revolution. 


Ans: Noman Borloug




একটি চাকার ব্যাস ৪.৫ মিটার। চাকাটি ৩৬০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে।


উত্তর: ২৫ বার।




"এটা আমার সাধ্যাতীত" এর ইংরেজি অনুবাদ কি হবে?


উত্তর:  This is beyond অব my ability. 



ডাক্তার ডাক এর ইংরেজি কি হবে?


উত্তর: Call in এ doctor. 


কম্পিউটার এর প্রজন্মগুলোর মধ্যে www,html,DVD, iPod  কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার? 


উত্তরঃ ৪ র্থ


কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ তিনটির বহিঃস্থ সমষ্টি কত? 


উত্তর: ৩৬০ ডিগ্রি 


কোন দুটি রচনা একই শ্রেণির? 


উত্তর: গীতাঞ্জলি ও অগ্নিবীণা 




১৯৯৩ সালে প্যালেস্টাইন ও ইসরায়েল এর মধ্যে যে ঐতিহাসিক শান্তি চূক্তি সাক্ষরিত হয় তার নাম কি?


উত্তর: অসলো চূক্তি 




খাঁটি ষত্ব বিধানের উদাহরণ কোনটা?


উত্তর: ষোড়শ 




স্বরভক্তির অপর নাম কি?


উত্তর: বিপকর্ষ


উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা?


উত্তর: উপন্যাস 




দারিদ্রতা শব্দটি অশুদ্ধ কেন?


উত্তর: প্রত্যয়জনিত কারনে


২৪৫০ কে কত দ্বারা গুন করল পূর্নবর্গ হতে পারে।


উত্তর: ২ দ্বারা




which of the following word verb-adverb? 


Ans: make up




The best passive form of "what do you want"


Ans: what is wanted by you.




"Amader দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় কাজে বড় হবে"- চরণ দুটি কার লেখা?


উত্তর: কুসুমকুমারী দাশ




He is a man of Straw here man of straw means --


Ans: A man of no substance 



4log3-log9 =  কত?


উত্তর: 2log3


Masculine gender of bee is


Ans: Drone 




একটি গাড়ি ৩৬০০০ টাকায়  বিক্রি করায় ২০% ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে ১৬% লাভ হতো।


উত্তর: ৫২২০০




সবুজ কোন ভাষা থেকে আগত?


উত্তর: ফরাসি




গ্রন্থাগার শব্দটি স্বরসন্ধি 




বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? 


উত্তর: পদ


synonyms of humility? 


Ans: modesty 




কোন শব্দটি দ্বন্দ্ব সমাস?


উত্তর: দম্পত্তি




জসীমউদ্দিন এর নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? 


উত্তর: ধানখেত




বাকদত্তা কোন সমাস?


উত্তর: তৎপুরুষ সমাস 




অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি? 


উত্তর: ভূ-পৃষ্ঠে




যৌগিক ক্রিয়ার উদহারন কোনটি? 


উত্তর: সাইরেন বেজে উঠল 




৪÷০.১২৫= ৩২




কোন আন্তর্জাতিক সংস্থা ২০২০ সালে নোবেল পুরষ্কার পেয়েছে? 


উত্তর:  WFP








ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রার্থে ব্যবহার হয়েছে? 


উত্তর: মালিকা




বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষন দেন কবে?


উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।



স্বর্গ এর সীমার শব্দ কোনটা?.


উত্তর: ত্রিদিব


পতিসনে শীলাতলে পদ্মপাতা এখানে কি অর্থে  অনুজ্ঞা  ব্যবহার হয়েছে? 


উত্তর: উপদেশ 




look befor your leap here look is


Ans: Three principle clause 




কোন বানানটি শুদ্ধ?


উত্তর: মন:কষ্ট 



"বঙ্গবন্ধুর" আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়?)


উত্তর: জুন ২০১২




১৯৭১ সালে মুজিবু নগর সরকার কর্তৃক সম্পাদিত উনিশ নাম কি?


উত্তর: জয় বাংলা 




I am accustomed  ------a life


Ans: To




প্রতিবছর কত তারিখে জনসংখ্যা দিবস পালিত হয়?


উত্তর: ২ ফেব্রুয়ারী 




বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের লেখক কে?


উত্তর: শামসুর রহমান 




জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কবে? 


উত্তর: ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সাল




বিমুগ্ধ শব্দটি ব্যাকরনের কোন নিয়মে গঠিত হয়েছে?


উত্তরঃ সন্ধিযোগে


to doctor an animal means


Ans: to sterilize it



Foot loose  anf francy free means 


Ans: free to enjoy  oneself 



A rolling Stone gathers no moss here rolling is


Ans: (participle)




Sim-সিম এর পূর্ণ রুপ কি?


-Subscriber Identify module 




Who is the author of Lady chatterley's Lover 


Ans: D.H.Lawrence 




কথাসর্বস্ব কোন সমাস?


উত্তরঃ ব্যাধিকরন বহুব্রীহি 




Would you please  find out Bangladesh --- the map


Ans: On


 কপোলে শব্দের অর্থ কি?


উত্তর: গাল




ডেসমন্ড টুটু কত সালে কি বিষয়ে পুরুষ্কার পেয়েছিল?


উত্তর: ১৯৮৪ সালে শান্তিতে।



ব্যাঞ্জন বর্নের সংক্ষিপ্ত রুপাক কি বলে?

-"ফলা"

No comments: