উপ-সহকারী প্রকৌশলী সিভিল প্রশ্ন সমাধান
বিভিন্নমন্ত্রণালয়ের অধীনএ উপসহকারী প্রকৌশলী সিভিল নিয়োগ পরিক্ষার প্রশ্ন
সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার সিভিল পদে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী পুরকৌশল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পুর:,
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, রেল পথ মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাতে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান নিম্নে দেয়া হলো।
১. দুধে যে শর্করা থাকে তাকে কী বলে?
উত্তর: ল্যাক্টজ। দুধে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে।আর দুধকে জমাট বাঁধায় রেনিন।
২. উচ্চরক্তচাপের জন্য দায়ী কে?
উত্তর: উচ্চরক্তচাপের জন্য দায়ী হলো পিটুইটারি গ্রন্থি
৩. ব্যাক্টেরিয়া কোথায় কোথায় বসবাস করে?
উত্তর: ব্যাক্টেরিয়া একটি এককোষী জীব।এটি জল,স্থল,বাতাস সবখানে বসবাস করে।
৪. শব্দের উৎপত্তি হয় কিভাবে?
উত্তর: শব্দের উৎপত্তি হয় কম্পন থেকে।শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না।কোন শব্দ পুনরায় উৎপত্তিস্থলে ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।শব্দের সঞ্চালনের সিস্টেম তাপমাত্রার উপরও নির্ভর করে।
৫. আকাশে রংধনু তৈরি করে কে?
উত্তর: বৃষ্টির কণা। এখানে বৃষ্টির কণা একটি প্রিজমের মত কাজ করে।সূর্যের আলো যখন বৃষ্টির কণার উপর পড়ে তখন বৃষ্টির কণা আলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে ৭ টি রং তৈরি করে।
৬. কোন বর্ণের রঙের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি?
উত্তর: কালো রঙের
৭.রক্তের লোহিতকণিকার কাজ কী?
উত্তর: লরক্তের লোহিত কণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন করা।
৮.ফ্রাঙ্কফুর্ট শহরটি কীতথ্য সেরজন্য বিখ্যাত?
বইমেলা এর জন্য।জার্মানির এই শহরে দর্শককে ও প্রকাশনীর সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়। ১০০ টির বেশি দেশের প্রকাশনী ও প্রকাশক এবং দুই লক্ষেরও বেশি দর্শক-ক্রেতা এখানে জড়ো হয়।
৯. দুই জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ১৯৯০ সালের ৩ অক্টোবর।
১০. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
উত্তর: দ্যাগ হ্যামারশেল্ড
১১.ব্ল্যাককেট কোন দেশের কমান্ডো বাহিনী?
উত্তর:ভারতের।
12.সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর:জাপানথেকে।
13.ইয়াসির আরাফাত কত সালে PLO এর চেয়ারম্যান হয়?
উত্তর:২৮ মে ১৯৬৪ সালে।
১৪.সাত পাহাড়ের দেশ বলা হয় কোম শহরকে?
উত্তর: ইতালির রোমকে। এছাড়াও ইতালির রোমকে চির শান্তির শহর,নিরব শহর নামে আবিভূত করা হয়।
১৫.থাইল্যান্ড এর মুদ্রার নাম কী?
উত্তর: বাথ
১৬. কিয়োটো চূক্তির আসল কারণ কী?
উত্তর: তাপমাত্রা হ্রাস
১৭.বিশ্বব্যাংকের সদরদপ্তর অবস্থিত?
উত্তর:ওয়াশিংটন ডিসিতে
১৮.বাংলাদেশ এর প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:চট্টগ্রামের সীতাকুণ্ডে
১৯.বাংলাদেশ সংবিধান এর অবিভাবক?
উত্তর:সুপ্রিম কোর্ট।
২০. মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নং সেক্টর ছিল?
উত্তর:১০ নং।
২১.গ্রামীণব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর:১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে যাত্রা শুরু। কিন্তু পূর্নাঙ্গ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।
২২. মণিপুরি উপজাতি কোথায় বসবাস করে?
উত্তর: মণিপুরি উপজাতি সিলেটে বসবাস করে।রাঙামাটিতে বসবাস করে রাখাইন, চাকমা,মারমা।গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহে।টিপরা বা ত্রিপুরা উপজাতি বসবাস করে কুমিল্লায়।
২৩. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি কোন ধরনের প্রতিষ্ঠান?
: Bpsc ব্যাপারে সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে তাই এটা সাংবিধানিক হবে।
২৪. বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান হতে প্রকাশিত হয়?
উত্তর: এশিয়াটিক সোসাইটি থেকে।
২৫.কোন আমলে সোনারগাঁও রাজধানী ছিল?
উত্তর:সুলতানি আমলে।
২৬.বাংলাদেশ এর সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর:রাষ্ট্রপতি।
২৯.জাতীয় সংসদের এক নম্বর আসনটা বাংলাদেশের কোন জেলার?
উত্তর:পঞ্চগড় জেলার
৩২.example of demi modals
Ans:Need,Dare.
৩৪.singular"Phenomena"?
Ans:"phenomenon".
৩৫.One who is the heater of women is a- misogynist.
৩৬.মালয়েশিয়ার কারেন্সি কী?
উত্তর:রিংগিত।
৩৭.I have-++-++my meal.
Ans:-had.
৩৮.the thief broke------house.
Ans:into.
39.I had a talk with himhere talk is a----
An:Noun.
৪০.বাংলা সাহিত্যের প্রথমসার্থক উপন্যাস?
উত্তর;দূর্গেশনন্দিনী।
৪১."একেই কি বলে সভ্যতা"এটা কোন টাইপের নাট্য?
উত্তর:প্রহসন।
৪২."লিপিমালা" কার রচনায়?
উত্তর:রামরাম বসু।
৪৩.রবীন্দ্রনাথ তার কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটিয়েছেন?
উত্তর:বলাকা
৪৪.কবি নজরুলের প্রেমকাব্য কোনটি?
উত্তর:দোলন-চাঁপা
৪৫.ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাস?
উত্তর:আরেক ফাল্গুন
৪৬।"অর্থবাচকতা নাই"কার?
উত্তর:উপসর্গের।
৪৭.ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক?
উত্তর:ধ্বনি
৪৮."উপক্রম"এরঅর্থ কী?
উত্তর:সূত্রপাত
৫০.উৎসগত দিক দিয়ে শব্দ কয় প্রকার?
উত্তর:পাঁচপ্রকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন