Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

Different ministry bpsc question for sub asst civil engineers

 উপ-সহকারী প্রকৌশলী সিভিল প্রশ্ন সমাধান 


বিভিন্নমন্ত্রণালয়ের অধীনএ উপসহকারী  প্রকৌশলী সিভিল নিয়োগ পরিক্ষার প্রশ্ন 
সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার সিভিল পদে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী পুরকৌশল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী পুর:, 

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, রেল পথ মন্ত্রণালয়ের অধীন উপসহকারী প্রকৌশলী সিভিল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাতে উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান নিম্নে দেয়া হলো।


১. দুধে যে শর্করা থাকে তাকে কী বলে?

উত্তর: ল্যাক্টজ। দুধে যে প্রোটিন থাকে তাকে কেসিন বলে।আর দুধকে জমাট বাঁধায় রেনিন।



২. উচ্চরক্তচাপের জন্য দায়ী কে?

উত্তর: উচ্চরক্তচাপের জন্য দায়ী হলো পিটুইটারি গ্রন্থি

৩. ব্যাক্টেরিয়া কোথায় কোথায় বসবাস করে? 

উত্তর: ব্যাক্টেরিয়া একটি এককোষী জীব।এটি জল,স্থল,বাতাস সবখানে বসবাস করে। 

৪. শব্দের উৎপত্তি হয় কিভাবে? 

উত্তর: শব্দের উৎপত্তি হয় কম্পন থেকে।শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না।কোন শব্দ পুনরায় উৎপত্তিস্থলে ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।শব্দের সঞ্চালনের সিস্টেম তাপমাত্রার উপরও নির্ভর করে।

৫. আকাশে রংধনু তৈরি করে কে?

উত্তর: বৃষ্টির কণা। এখানে বৃষ্টির কণা একটি প্রিজমের মত কাজ করে।সূর্যের আলো যখন বৃষ্টির কণার উপর পড়ে তখন বৃষ্টির কণা আলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে ৭ টি রং তৈরি করে। 

৬. কোন বর্ণের রঙের তাপ শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি? 

উত্তর: কালো রঙের

৭.রক্তের লোহিতকণিকার কাজ কী?

উত্তর: লরক্তের লোহিত কণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন করা।

৮.ফ্রাঙ্কফুর্ট শহরটি কীতথ্য সেরজন্য বিখ্যাত? 

 বইমেলা এর জন্য।জার্মানির এই শহরে দর্শককে ও প্রকাশনীর সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয়।  ১০০ টির বেশি দেশের প্রকাশনী ও প্রকাশক এবং দুই লক্ষেরও বেশি দর্শক-ক্রেতা এখানে জড়ো হয়।

৯. দুই জার্মানি একত্রিত হয় কত সালে?

উত্তর: ১৯৯০ সালের ৩ অক্টোবর। 

১০. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন? 

উত্তর: দ্যাগ হ্যামারশেল্ড

১১.ব্ল্যাককেট কোন দেশের কমান্ডো বাহিনী?

উত্তর:ভারতের।

12.সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর:জাপানথেকে।

13.ইয়াসির আরাফাত কত সালে PLO এর চেয়ারম্যান হয়?

উত্তর:২৮ মে ১৯৬৪ সালে।

১৪.সাত পাহাড়ের দেশ বলা হয় কোম শহরকে?

উত্তর: ইতালির রোমকে। এছাড়াও ইতালির রোমকে চির শান্তির শহর,নিরব শহর নামে আবিভূত করা হয়।

১৫.থাইল্যান্ড এর মুদ্রার নাম কী?

উত্তর: বাথ

১৬. কিয়োটো চূক্তির আসল কারণ কী?

উত্তর: তাপমাত্রা হ্রাস 

১৭.বিশ্বব্যাংকের সদরদপ্তর অবস্থিত?

উত্তর:ওয়াশিংটন ডিসিতে 

১৮.বাংলাদেশ এর প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? 

উত্তর:চট্টগ্রামের সীতাকুণ্ডে

১৯.বাংলাদেশ সংবিধান এর অবিভাবক?

উত্তর:সুপ্রিম কোর্ট।

২০. মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নং সেক্টর ছিল?

উত্তর:১০ নং।

২১.গ্রামীণব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর:১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে যাত্রা শুরু। কিন্তু পূর্নাঙ্গ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে।

২২. মণিপুরি উপজাতি কোথায় বসবাস করে?

উত্তর: মণিপুরি উপজাতি সিলেটে বসবাস করে।রাঙামাটিতে বসবাস করে রাখাইন, চাকমা,মারমা।গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহে।টিপরা বা ত্রিপুরা  উপজাতি বসবাস করে কুমিল্লায়।

২৩. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি কোন ধরনের প্রতিষ্ঠান? 

: Bpsc ব্যাপারে সংবিধানের ১৩৭-১৪১ নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে তাই এটা সাংবিধানিক হবে।

২৪. বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান হতে প্রকাশিত হয়? 

উত্তর: এশিয়াটিক সোসাইটি থেকে। 

২৫.কোন আমলে সোনারগাঁও রাজধানী ছিল?

উত্তর:সুলতানি আমলে।

২৬.বাংলাদেশ এর সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক কে? 

উত্তর:রাষ্ট্রপতি।



২৯.জাতীয় সংসদের এক নম্বর আসনটা বাংলাদেশের কোন জেলার?

উত্তর:পঞ্চগড় জেলার





৩২.example of demi modals

Ans:Need,Dare.



৩৪.singular"Phenomena"?

Ans:"phenomenon".

৩৫.One who is the heater of women is a- misogynist.

৩৬.মালয়েশিয়ার কারেন্সি কী?

উত্তর:রিংগিত।


 ৩৭.I have-++-++my meal.

Ans:-had.

৩৮.the thief broke------house.

Ans:into.


39.I had a talk with himhere talk is a----

An:Noun.

৪০.বাংলা সাহিত্যের প্রথমসার্থক উপন্যাস?

উত্তর;দূর্গেশনন্দিনী।

৪১."একেই কি বলে সভ্যতা"এটা কোন টাইপের নাট্য?

উত্তর:প্রহসন।

৪২."লিপিমালা" কার রচনায়?

উত্তর:রামরাম বসু।

৪৩.রবীন্দ্রনাথ তার কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটিয়েছেন?

উত্তর:বলাকা

৪৪.কবি নজরুলের প্রেমকাব্য কোনটি?

উত্তর:দোলন-চাঁপা

৪৫.ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাস?

উত্তর:আরেক ফাল্গুন

৪৬।"অর্থবাচকতা নাই"কার?

উত্তর:উপসর্গের।

৪৭.ভাষার ক্ষুদ্রতম ভাষিক একক?

উত্তর:ধ্বনি

৪৮."উপক্রম"এরঅর্থ কী?

উত্তর:সূত্রপাত


৫০.উৎসগত দিক দিয়ে শব্দ কয় প্রকার?

উত্তর:পাঁচপ্রকার।

কোন মন্তব্য নেই: