Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

২৪/০১/২০২২

previous bd jobs exam question solution bpsc and caab

 বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী -২০২১



বাংলা অংশ 

১. বাংলাভাষার উপভাষা কয়টি?

উত্তরঃ ৫ টি।

২. বক্তৃতা ও নাটকের জন্য কোন ভাষা অনুপযোগী? 

উত্তরঃ সাধুভাষা

৩. গুরুচন্ডালী দোষ কাকে বলে?

সাধু ও চলিত রীতির মিশ্রণকে।

৪. হরতাল কোন ভাষার শব্দ? 

উত্তরঃ গুজরাটি।

৫. "ঞ্চ " এর পূর্ণরূপ কোনটি?

উত্তরঃ ঞ্ +চ

৬. তন্ময় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ তৎ+ ময়।

৭. কোন ধাতুকে বিশ্লেষণ করা যায় না?

মৌলিক ধাতুকে।

৮. প্রকৃতির সাথে যুক্ত হয়ে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে?

উত্তরঃ ইং

৯. প্রভাত কোন সমাস?

উত্তরঃ প্রাদি সমাস।

১০. লোকটি হাড়ে হাড়ে শয়তান এখানে শয়তান কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ আধিক্য অর্থে।

১১. সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? 

উত্তরঃ জলধি।

১২. তিমির এর বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ আলোক।

১৩. কারো কাছে হাত পাততে নেই এখানে "হাত পাতা" কোন অর্থে ব্যবহার করা হয়? 

উত্তরঃ চাওয়া।

১৪. সকল বিশেষ্যপদ কোন পুরুষ? 

উত্তরঃ নাম পুরুষ। 

১৫. লজ্জা শব্দের বিশেষণ কি?

উত্তরঃ লজ্জিত। 

১৬. বাংলাভাষায় যতি চিহ্নের প্রচলন করে কে?

উত্তরঃ ইশ্বরচন্দ্র  বিদ্যাসাগর।

১৭. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি? 

উত্তরঃ অন্ত্যমিল নেই।

১৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ কাজী নজরুলকে উৎসর্গ করেছে? 

উত্তরঃ বসন্ত।

১৯. নেমেসিস গ্রন্থের লেখক কে? 

উত্তরঃ নুরুল মোমেন। 

২০. উড়নচণ্ডী শব্দের অর্থ কি? 

উত্তরঃ অমিতব্যয়ী। 


সাধারণ জ্ঞান 

১. সার্ক এর বর্তমান মহাসচিব কে? 

উত্তরঃ এসালা ওয়েরাকুন।

২. জনসংখ্যা  বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?

উত্তরঃ বাহরাইন। 

৩. বাংলাদেশের প্রথম নারী পাইলট কে?

উত্তরঃ কানিজ ফাতিমা রোকসানা। 

৪. জাতীয় নির্বাচন কমিশনের সদস্য কত?

উত্তরঃ ৫ জন

৫. আদিনাথ মন্দির কোন দ্বীপে অবস্থিত? 

উত্তরঃ মহেশখালী 

৬. ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় হবে?

উত্তরঃ প্যারিসে।

৭. ককেশাস অঞ্চল কোথায় অবস্থিত? 

উত্তরঃ পূর্ব ইউরোপ।

৮. রেনেসাঁর উৎপত্তি ইতালির কোন শহরে?

উত্তরঃ ফ্লোরেস।

৯. আন্তর্জাতিক অপরাধ আদালত এর বর্তমান সদস্য দেশ কয়টি?

উত্তরঃ১২৩ টি।

১০. কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি?

উত্তরঃ মাল বরো হাউজ।

১১. কোনটি গ্রিনহাউজ এফেক্ট এর জন্য দায়ী? 

উত্তরঃ সিএফসি।

১২. ক্রোমোজম কে আবিস্কার করে?

উত্তরঃ স্ট্রেস বুর্গার। 




বিগত সালের BPSC প্রশ্নের উত্তর 


সমাস নির্ণয় করুন 

গায়ে হলুদ কি সমাস- বহুব্রীহি সমাস 

জনামনব কি সমাস-দ্বন্দ্ব সমাস

কালান্তর কি সমাস-তৎপুরুষ সমাস

মনমাঝি কি সমাস- কর্মধারয় সমাস 

প্রগতি কি সমাস- প্রাদি সমাস

পারিভাষিক শব্দঃ

aided মানে সহায়তা

background মানে পটভূমি 

cash crop মানে অর্থকরী ফসল 

express  মানে অনুভূতি প্রকাশ 

fundamental মানে মৌলিক

fill in the gap with appropriate prepositions

 a. They never boast ------ money.

Ans: of

b. He insisted---- my going.

Ans: on

c. His Father is no more---- earth.

Ans: on

d. He came to dhaka ----- quest of living. 

Ans: in

e. The patients is ----- the verge of death.

Ans: on

১.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেকে কয়ভাগে ভাগ করা হয়েছে?

উত্তরঃ তিনভাগে ভাগ করা হয়েছে। 

২. সোনারগাঁও কে কেন্দ্র করে বাংলায় স্বাধীন সুলতানী শাসনের সূচনা করেন কে?

উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।

৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা ও সুরকার কে?

উত্তরঃ রচয়িতা আবদুল গাফফার চৌধুরী এবং সুরকার আবদুল লতিফ,বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। 

৪. পেট্রোলিয়াম আইন পাশ হয় কবে?

উত্তরঃ ১৯৭৪ সালে।

৫. বাংলাদেশের প্রথম বহুমুখী বা বহুমাত্রিক ফ্লাইওভার এর নাম কি?

উত্তরঃ কুড়িল ফ্লাইওভার এটি চারলেন বিশিষ্ট। 

৬. প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশীর নাম কি?

উত্তরঃ মুসা ইব্রাহিম।  এভারেস্ট জয়ী দেশ হিসাবে বাংলাদেশ ৬৭ তম।

৭. GSP এর পূর্ণ রুপ কি? 

Ans: Generalized system if preference. 



আন্তর্জাতিক বিষয়াবলী 

১. NATO এর পূর্ণরূপ কি?

উত্তরঃ North Atlantic treaty Organisations.

২. ন্যাটো এর সদর দফতর কোথায়? 

উত্তরঃ বেলজিয়াম এর ব্রাসেলস এ

৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে? 

উত্তরঃ বিজয়লক্ষী পন্ডিত। 

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

উত্তরঃ জর্জ ওয়াশিংটন। 

৫. বিশ্ব পরিবেশ দিবস কবে। কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 

উত্তরঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭৩ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়ে আসছে। 

৬. OIC এর সদর দপ্তর কোথায়? 

উত্তরঃ জেদ্দা, সৌদি আরব।


বিজ্ঞান ও প্রযুক্তি 

১. সাধারণ বৈদ্যুতিক বাল্বের মধ্যে কোন গ্যাস ব্যবহার করা হয়? 

উত্তরঃ নাইট্রোজেন তবে বর্তমানে আর্গন গ্যাস ব্যবহার হয়।

২. রক্তে গ্লুকোজ এর পরিমাণ কমে গেলে কি ক্ষতি হয়?

উত্তরঃ শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি করে যা কিটোসিস রোগের সৃষ্টি করে। 

৩. রঙিন টেলিভিশনে কোন কোন রঙ ব্যবহ্নত হয়? 

উত্তরঃ লাল,নীল,সবুজ। 

৪. পৃথিবী ঘূর্ণন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তরঃ মাধ্যকর্ষণ বলের কারনে।

৫. ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? 

উত্তরঃ শতকরা ৪৬ ভাগ। এর কাঁচামাল মিথেন।

৬. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলো?

উত্তরঃ ভিটামিন বি এবং ভিটামিন সি 

৭. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

উত্তরঃ ৭৬ বছর।

৮. উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে পানি পড়ে কেন?

উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে  উপরে বায়ুর চাপ কম থাকে। শরীরের চাপের চেয়ে বাইরের চাপ কম থাকার কারণে নাক দিয়ে পানি পড়ে।

৯.বাংলাদেশ ফিল্ড হসপিটাল ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ অস্থায়ী সরকারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত প্রথম হসপিটাল। যা ত্রিপুরা রাজ্যের মেলাঘরে প্রতিষ্ঠা করা হয়।