বাংলাদেশের অবস্থান ও আয়তন Area and Location of Bangladesh

    বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। ২০°৩৪' উত্তর অক্ষরেখা হতে ২৩°৩৮' উত্তর অক্ষরেখার মধ্যে ৮৮°০১' পূর্ব দ্রাঘিমা রেখা হতে ৯২°৪১' পূর্বদ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশে সমতল ভূমির পরিমান কত? ১৩৩৯১০ বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তনের জলভূমির পরিমান কত? ১০০৯০ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?৯৫ তম। বাংলাদেশের সীমানা ( Border of Bangladesh) বাংলাদেশের সমুদ্র সীমানা কত? 
- বাংলাদেশের সমুদ্র সীমানা ৫৮০ কি.মি।
  বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
 - দুইশত নটিক্যাল মাইল বা ৩৭০.৪ কি.মি ভারত ও মিয়ানমারের সাথে মোট সীমান্ত দৈর্ঘ্য কত? -৪২৪৬ কি.মি 
 মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কতটুকু? -১৯৩ কি.মি। 

 ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত?
 -৪০5৩ কি.মি 

 বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? -৩২ টি।  
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? উত্তর: ৩০ টি মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? -৩ টি
Previous Post Next Post