বিভিন্ন জায়গার অপর নাম বা পুরোনো নাম
মুজিবনগরের পূর্ব নাম কী?
ক. বৈদ্যনাথ তলা
খ. আম তলা
গ. কুষ্টিয়া
ঘ. তালতলা
ক.বৈদ্যনাথ তলা
শেরে বাংলা নগরের পুরাতন নাম কী?
ক. ফার্ম গেট
খ. কালি গঞ্জ
গ. আইয়ুব-নগর
ঘ. আগারগাঁও
গ.আইয়ুব-নগর
জিরো পয়েন্ট এর পূর্ব নাম কী?
ক. নূর হোসেন স্কয়ার
খ. হোসেন স্কয়ার
গ. স্কয়ার
ঘ. শূন্য পয়েন্ট
ক.নূর হোসেন স্কয়ার
সোনারগাঁও এর পূর্ব নাম কী?
ক. উদয়পুর
খ. কাটা ভাঙ্গা
গ. সূবর্নগ্রাম
ঘ. বর্ন গ্রাম
গ.সূবর্নগ্রাম
মুন্সিগঞ্জ এর পূর্ব নাম কী?
ক. বিক্রমপুর
খ. আলি পুর
গ. আম তলা
ঘ. ওলি পুর
ক.বিক্রমপুুর
ময়নামতি এর পূর্ব নাম কী?
ক. রোহিত গিরি
খ. মহাস্থান গড়
গ. পুণ্ড্র নগর
ঘ. বর্ধমান
ক.রোহিত গিরি
চট্টগ্রাম এর পূর্ব নাম কী?
ক. নাসির-নগর
খ. আলিপুর
গ. আলিপুর
ঘ. ইসলামাবাদ
ক.ইসলামাবাদ
ঢাকার পূর্ব নাম কী?
ক. জাহাঙ্গীর-নগর
খ. জগন্নাথ নগর
গ. শাহজাহান নগর
ঘ. ঢাকা
ক.জাহাঙ্গীর-নগর
সিলেট এর পূর্ব নাম কী?
ক. জাহান পর
খ. জাহানা রাবাদ
গ. জালা লাবাদ
ঘ. আহমে দাবাদ
গ. জালা লাবাদ বা শ্রীহট্ট
বরিশাল এর পূর্ব নাম কী?
ক. বাকলা
খ. চন্দ্র দ্বীপ
গ. বাকলা ও চন্দ্রদ্বীপ
ঘ. নবদ্বীপ
গ.বাকলা ও চন্দ্রদ্বীপ
খুলনার পূর্ব নাম কী?
ক. জাহা নাবাদ
খ. জালালাবাদ
গ. হাসানাবাদ
ঘ. সুন্দরনগর
ক.জাহানাবাদ
নোয়াখালীর পূর্ব নাম কী?
ক. সুধারাম
খ. সুধারাম নগর
গ. সুধারামপুর
ঘ. কোনটানা
ক.সুধারাম
ফেনীর পূর্ব নাম কী?
ক. শমসের নগর
খ. শমসের পুর
গ. শ্যামনগর
ঘ.শ্যামপুর
ক.শমসের নগর
ময়মনসিংহ এর পূর্ব নাম কী?
ক. নাসির-নগর
খ. সিংহ নগর
গ. নাসির পুর
ঘ. নাসির
ক.নাসির নগর
জামালপুর এর পূর্ব নাম কী?
ক. সিংহ-জানী
খ. নাসি রাবাদ
গ. নাসির-নগর
ঘ. নবীনগর
ক.সিংহ-জানী
কুমিল্লার পূর্ব নাম কী?
ক. ত্রিপুরা
খ. মেঘালয়
গ. কৃষ্ণনগর
ঘ. মীজোরাম পুর
ক.ত্রিপুরা
শাহবাগ এর পূর্ব নাম কী?
ক. বাগ-ই-শাহেন শাহ
খ. শাহিন বগ
গ. জুমলা গেট
ঘ. মতিঝিল
ক.বাগ-ই-শাহেন শাহ
সুপ্রিম কোর্ট ভবনের পূর্ব নাম কী
ক. গভর্নরের ভবন
খ. রাষ্ট্রপতিভবন
গ. কোর্ট ভবন
ঘ. লর্ড ভবন
ক.গভর্নরের ভবন
সাতক্ষীরার পূর্ব নাম কী?
ক. সাতঘরিয়া
খ. পাঁচঘোরিয়া
গ. ষাটঘরিয়া
ঘ. নয় ঘোরিয়া
ক.সাতঘরিয়া
রাঙ্গামাটির পূর্বনাম কী
ক. হরিকল
খ. শ্রী হট্ট
গ. হারিকেন
ঘ. পার্বত্য
ক.হরিকেল
দিনাজপুর এর পূর্ব নাম কী?
ক. গন্ডোয়ানাল্যান্ড
খ. নাগাল্যান্ড
গ. সৈয়দপুর
ঘ. রংপুর
ক.গন্ডোয়ানাল্যান্ড
কুষ্টিয়ার পূর্ব নাম কী?
ক. কৃষ্ণ নগর
খ. নদীয়া
গ. গড়াই
ঘ. পদ্মা
খ.নদীয়া
যশোর এর পূর্ব নাম কী?
ক. (খলিফাবাদ)
খ. খলিফাতাবাদ
গ. (নাসিরাবাদ)
ঘ. মুর্শিদাবদ
খ.খলিফাতা-বাদ
বগুড়া এর পূর্ব নাম কী?
ক. বরগা
খ. বগরা
গ. বাঘা
ঘ. বাগমারা
খ.বগরা
শরীয়তপুরের পূর্ব নাম কী
ক. পরগনা
খ. চব্বিশপরগনা
গ. (মুর্শিদাবাদ)
ঘ. ত্রিপুরা
ক.পরগনা
বাগেরহাট এর পূর্ব নাম কী?
ক. (খলীফা-বাদ)
খ. ইসলামাবাদ
গ. (নাসীরা-বাদ)
ঘ. জাহানাবাদ
ক.খলিফাবাদ
কক্সবাজার এর পূর্ব নাম কী?
ক. পালকিং
খ. কক্সনগর
গ. কক্স বাজার
ঘ. কোনটানা
ক.পালকিং
ভোলার পূর্ব নাম কী?
ক. শাহবাজপুর
খ. মনরা
গ. ময়না দ্বীপ
ঘ. ময়নার চর
ক.শাহবাজপুর
চাঁপাইনবয়াবগঞ্জ এর পূর্ব নাম কী
ক. গৌড়
খ. পুণ্ড্র
গ. মহাস্থান গড়
ঘ. সুধারাম
ক.গৌড়
ফরিদপুর এর পূর্ব নাম কী?
ক. ফাতে হাবাদ
খ. খলিফাতা বাদ
গ. সাতঘরিয়া
ঘ. শাহবাজপুর
ক.ফাতে হাবাদ
রাজশাহীর পূর্ব নাম কি?
ক. বাগমারা
খ.বনপাড়া
গ. তোয়ালিয়া
ঘ. রামপুর বোয়ালিয়া
ঘ. রামপুর বোয়ালিয়া
গাইবান্ধার পূর্ব নাম কী?
ক. সমতট
খ. মেঘালয়
গ. দিনাজপুর
ঘ. ভবানীগঞ্জ
মহাস্থান গড়ের পূর্ব নাম কী?
ক. পুণ্ড্রনগর
খ. রাণী ভবানী
গ. সমতট
ঘ. বরেন্দ্র
সমতট কোন কোন জেলা নিয়ে?
ক. কুমিল্লা ও নোয়াখালী
খ. নোয়াখালী
গ. কুমিল্লা
ঘ. রাজশাহী ও নাটোর
নিঝুম দ্বীপ এর অপর নাম কী
ক. বাউলারচর
খ. ময়নার চর
গ. বাউলার দ্বীপ
ঘ. ময়নার দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?
ক. "নারিকেল"-জিঞ্জিরা
খ. পালকি
গ. কক্স বাজার
ঘ. মার্টিন-দ্বীপ
ভবানীগঞ্জ,পুুুুুুন্ড্রনগর নোয়াখালী ও কুমিল্লা, বাউলার চর,নারিকেল জিঞ্জিরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন