Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৯/০১/২০২২

পৃথিবীর বিখ্যাত কিছু রাষ্ট্রীয় চূক্তি

ঐতিহাসিক শান্তি চূক্তি 

আদিকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গোত্র, জাতি,ও রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ লেগেছে। সীমান্ত নিয়ে যুদ্ধ, বানিজ্য নিয়ে যুদ্ধ, স্বাধীনতা নিয়ে যুদ্ধ, সাম্রাজ্য সম্প্রসারণের যুদ্ধ। এসকল যুদ্ধ, দ্বন্দ্বে কোন কোনটা দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয় বা বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। কোনটা স্থায়ী কোন অস্থায়ী আবার কোনটা এখনো চলমান সমস্যা। যেসকল সমস্যা  ঐতিহাসিক শান্তি বা সন্ধি চূক্তির মাধ্যমে সমাধান হয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। 


বিভিন্ন চূক্তিসমূহ

 প্যারিস চূক্তি   কী

প্যারিস চূক্তিকে পিস অব প্যারিস বলা হয়।আমেরিকান স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটাতে ফ্রান্সের প্যারিসে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে আমেরিকা,বৃটেন, ফ্রান্স ও স্পেনের মধ্যকার চূক্তি সাক্ষরিত হয় এটাকে পিস অব প্যারিস বা প্যারিস চূক্তি বলে।


তাসখন্দ চূক্তি কী

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সহবস্থান, আঞ্চলিক শান্তি ও যুদ্ধ বন্ধ করতে ১০ জানুয়ারী ১৯৬৬ সালে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তি  চূক্তি সাক্ষরিত হয়। ভারতের প্রধানমন্ত্রী লালা বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিল্ড মার্শাল আইয়ুব খান  এবং সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কোপিন চূক্তিতে স্বাক্ষর করেন।৩ জুলাই ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চূক্তি নামে আরেকটি চূক্তি স্বাক্ষরিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর মধ্যে চূক্তি সাক্ষরিত হয়। 


ক্যাম্প ডেভিড চূক্তি কী

১৭ নভেম্বর ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড শহরে ইসরায়েল ও মিররে মধ্যে একটি শান্তি চূক্তি অনুষ্ঠিত হয়।তখন মিসরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাহেম বেগিন এর মধ্যে  চূক্তি সাক্ষরিত হয়। ইসরায়েল ও মিসরের মধ্যকার বিরোধ মেটাতে এ চূক্তি করা হয়।ইসরায়েল এ চূক্তি ভঙ্গ করে। সিনাই উপদ্বীপ মিসরকে ফিরিয়ে দেয়া হলেও  অধিকৃত এলাকার স্বায়ত্তশাসন কখনো দেয় নি।

এ চূক্তির কারণে মিসরের ওআইসি সদস্যপদ বাতিল করা হয়।মুসলিম বিশ্ব মিসরের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।


CTBT চূক্তি কী

CTBT অর্থ Comprehensive Test Ban Treaty

১০ সেপ্টেম্বর ১৯৯৬ সালে জাতিসংঘের অধিবেশন কক্ষে চূক্তিটি স্বাক্ষরিত হয়। চূক্তিটি উদ্দেশ্য হলো কোন দেশ তার নিয়ন্ত্রিত এলাকায় পারমানবিক পরীক্ষা চালাতে পারবে না।

বাংলাদেশ  সিটিবিটি চূক্তিতে ২৪ অক্ষত ১৯৯৬ সালে স্বাক্ষর করে।এখন পর্যন্ত ১৮৩ টি দেশ এ চূক্তিতে স্বাক্ষর করেছে।


গঙ্গার পানি বন্টন চূক্তি 

১২ ডিসেম্বর ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূক্তিতে স্বাক্ষর করেন। এ চূক্তি অনুযায়ী শুস্ক মৌসুমে ভারত বাংলাদেশকে গঙ্গার পানির ন্যায্য হিস্যা দেবে।৪০ হাজার কিউসেক পানি ভারত নিয়ে অবশিষ্টাংশ পানি বাংলাদেশকে দিয়ে দেবে।


ফিলিস্তিন ও ইসরায়েল শান্তি চূক্তি 

২৩ অক্টোবর ১৯৯৮ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ভূমির বিনিময়ে শান্তি চূক্তি সাক্ষরিত হয়। এ চূক্তিতে স্বাক্ষর করেন ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের  প্রধানমন্ত্রী  বেনয়ামিন নেতানিয়াহু এর মধ্যে। এ চূক্তির উদ্দেশ্য ছিলো ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম পাশের ১৩ শতাব্দী জমি হতে সৈন্য প্রত্যাহার করে নেবে।

পিএলও ও ইসরায়েল শান্তি চূক্তি 

১৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে পিএলও ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চূক্তি সাক্ষরিত হয়।  এ চূক্তিতে স্বাক্ষর করেন ইয়াসির আরাফাত ও ইসরায়েলের  পক্ষে আইজ্যাক রবিন৷ এ চূক্তির মাধ্যমে গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরের জেরিকো শহরে ইসরায়েলের ২৭ বছরের শাসনের অবসান ঘটে। পিএলও এবং ইসরায়েল চূক্তি মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন মিসরের প্রেসিডেন্ট হোসনে মোবারক

বিগত সালের বিসিএস সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলীর  উপর আসা কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ঐতিহাসিক সন্ধি বা শান্তি চূক্তির এমসিকিউ প্রশ্ন সমাধান 

বিসিএস চূক্তি বিষয়ক সাধারণ জ্ঞান 

১. SAPTA (সাপটা) চূক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তর: ১১ এপ্রিল ১৯৯৩ সালে।

২. সার্কের বানিজ্যিক সংক্রান্ত সাপটা চূক্তি কবে কার্যকর হয়? 

উত্তর: ৮ ডিসেম্বর ১৯৯৫ সালে।

৩. বাংলাদেশ কততম দেশ হিসাবে স্থলমাইন নিষিদ্ধকরণ সংক্রান্ত চূক্তিতে স্বাক্ষর করে? 

উত্তর: ১২৬তম

৪. প্যারিস ফ্যাক্ট চূক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তর:২৭ আগস্ট ১৯২৮ সালে।

৫. রাসায়নিক অস্ত্র চূক্তি সাক্ষরিত হয় কবে? 

উত্তর: ১৯৯৩ সালে।

৬. ইফটা বলতে কী বোঝায়?

উত্তর: একটি বানিজ্যিক গোষ্ঠী । 

৭. Good Friday Treaty হিসাবে পরিচিত আয়ারল্যান্ডের শান্তির চূক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তর: ১০ এপ্রিল ১৯৯৮ সালে।

৮. জেনেভা কনভেনশন চূক্তি সাক্ষরিত হয় কবে? 

উত্তর: ১২ আগস্ট ১৯৪৭ সালে।

৯. ১৯৮৯সাল থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কত বার সংশোধন করা হয়? 

উত্তর:  ৫ বার

১০ গ্রিন পিস কী

উত্তর: পরিবেশবাদী সংগঠন (হল্যান্ড)

১১. জেনেভা চূক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তর: ২০ জুলাই ১৯৫৪ সালে।

১২. কিয়োটা চূক্তি সাক্ষরিত হয় কবে? 

উত্তর: ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে।

১৩. মানবাধিকার চূক্তি সাক্ষরিত হয় কবে? 

উত্তর: ১০ ডিসেম্বরের ১৯৯৭ সালে।

১৪. ডেটন চূক্তি সাক্ষরিত হয় কবে? 

উত্তর: ২১ নভেম্বর ১৯৯৫ সালে।

১৫. পার্বত্য চট্টগ্রাম শান্তি চূক্তি সাক্ষরিত হয় কবে? উত্তর : ২ ডিসেম্বর ১৯৯৭ সালে