Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

সফলতা নিশ্চিত: মোটিভেশনাল কিছু উক্তি

 ডেল কার্নেগীর বিখ্যাত  উক্তি 

আমরা খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে যায়।এর অবশ্য কিছু পারিবারিক ও আর্থসামাজিক অবস্থার কারণে। পরাধীনতার শিকল ভেঙে আমরা বড় হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছি।নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে  এসে দেশের সর্বোচ্চ  বিদ্যাপীঠে পড়ার সৌভাগ্য অর্জন করেছি।কিন্তু খুব সহজে চাকরি না পাওয়া,অভাব অনটন, পারিবারিক চাপ, সমাজের   মানুষের কটূক্তি আমাদের মন ভেঙে দেয়।আমরা ধৈর্য্য হারিয়ে ফেলি।কিভাবে হাতাশা কাটাবেন?কিভাবে ধৈর্য ধরবেন?কিভাবে সফল হবেন? কিভাবে মেধাবী হবেন? ুসকল বিষয়াদি জানতে পড়ুন ডেল কার্নেগীর বিখ্যাত কিছু মূল্যাবান উক্তি। 

কার্নেগীর উক্তিসমূহ



 কার্নেগীর উক্তিসমূহ


"যা আপনাকে কষ্ট দেয় এমন বিষয়য়াদি নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না"


"কি কাজ করতে যাচ্ছেন  সেটা সম্পর্কে আপনার কোন ধারণা না থাকার অর্থ হলো আপনি অন্ধকারের যাত্রী।"


মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।


আপনি ভালো ও সরল  মানুষ তাইল বলে জগতের সবাই যে আপনার সাথে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা অনুচিত  । ধরুন আপনি  নিরামিষভোজী  তাই বলে কি কোন ষাঁড় কি আপনাকে  তাড়া করবে না?


অস্পষ্ট দূরে থাকা বস্তুর দিকে খেয়াল  না করে ধারের কাছে থাকা স্পষ্ট  কোন বস্তুর দিকে লক্ষ্য করুন ।


দুশ্চিন্তা দূর করতে হলে  নিজেকে ব্যস্ত রাখুন।


সমালোচনা অনেকটাই প্রশংসাকে আড়ালে রাখার মতন। মরা কুকুরকে তো কেউ লাথি মারে না।


ভালোবাসার ভালো উপায় হচ্ছে প্রতিদানের আশা না করে শুধু ভালোবেসে যাওয়া।


কোন মানুষ যখন প্রচন্ড রাগান্বিত অবস্থায় থাকে তখন তাকে বিরক্ত করা উচিত নয় কারণ এ থেক ভুল বোঝাবুঝি হতে পারে।


ডেল কার্নেগী বলেছেন, "আমি চাইতাম অন্যদের মত বিখ্যাত কেউ হবো। এর জন্য অবশ্য প্রচুর পরিশ্রম করেছি কিন্তু সফল হয়তো পারিনি। পরে সিদ্ধান্ত নিলাম আমি আমার মত হবো।


অনুকরণ নয়, নয় অনুসরণ, নিজেকে জানুন,নিজেকে খুঁজুন এবং নিজেকে রাস্তায় চলুন।


ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্রতা করতে অজ্ঞতাই যথেষ্ট। 


সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা আর আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। 


একজন হতাশাগ্রস্ত মানুষের থেকে একজন সুখী মানুষ হাজারগুন কর্মক্ষম। 


যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা পেয়েছেন 

No comments: