Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৬/০১/২০২২

মুজিব শতবর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন চাকরির পরীক্ষায় আসবে নিশ্চিত

 মুজিব শতবর্ষ তথ্যাবলী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিক উপলক্ষে ১৭  মার্চ ২০২০  থেকে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত মুজিব বর্ষ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অর্থাৎ ১০ জানুয়ারী ২০২০ থেকে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়। 

আমার জানি বঙ্গবন্ধু ১৭ মার্চ ১৯২০ সালে জন্মগ্রহণ করেন। এবং একই সাথে  ১৭ মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আসুন সরকারি চাকরির পরীক্ষায় আসতে পারে এমন কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জেনে নেয়া যাক।

মুজিব শতবর্ষ


General knowledge about Mujib Borsho


১. বাংলাদেশ কবে স্বাধীনতার অর্ধ শতবার্ষিক পালন করে?

উত্তর: ২৬ মার্চ ২০২১

২. মুজিব বর্ষ ঘোষণা করা হয় কবে? 

উত্তর: ৬ জুলাই ২০১৮ সালে।

৩. আন্তর্জাতিক কোন সংগঠন মুজিব বর্ষ পালন করে? 

Ans.  U NESCO মুজিব বর্ষ পালন করে। 

৪. বিশ্বের কয়টি দেশ মুজিব বর্ষ পালন করে? 

উত্তর: ইউনেস্কোর ১৯৩ টি সদস্য রাষ্ট্র। 

৫. ইউনেস্কো কবে থেকে বঙ্গবন্ধুর নামে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়?

উত্তর: ২০২০ সাল থেকে বাংলাদেশ নামে।

৬. বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উপলক্ষে " বঙ্গবন্ধু মৎস্য  হেরিটেজ "ঘোষণা করা হয় কোন নদীকে?

উত্তর: হালদার নদীকে।

৭. ২০০ টাকার নোট বাজারে আসে কবে থেকে? 

উত্তর: ১৮ মার্চ ২০২০ সালে।

৮. বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত  চলচ্চিত্রটির পরিচালকের না কী? 

উত্তর: শ্যাম বেনেগাল (ভারত)

৯. বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন নিয়ে তৈরি করা অ্যাপের নাম কী? 

উত্তর: মুজিব ১০০

১০.  "My Father, My Bangladesh" গ্রন্থটির লেখকের নাম কী? 

উত্তর: বঙ্গবন্ধু  কন্যা শেখ হাসিনা। 

১১. মুজিব বর্ষ উপলক্ষে তৈরি করা ওয়েবসাইট এর নাম কী? 

উ: www.mujib100.gov.bd

১২. মুজিব বর্ষের লোগোর ডিজাইনর কে?

উত্তর: সব্যসাচী হাজরা 

১৩. মুজিব বর্ষের লোগোর উদ্বোধনে হয় কবে?

উত্তর: ১০ জানুয়ারী ২০২০ 

১৪. ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে মুজিব বর্ষ পালনের উদ্যোগ নেয়? 

উত্তর: ৪০তম

১৫. মুজিব শব্দের অর্থ কী? 

উত্তর: মুজিব শব্দের অর্থ "উত্তরদাতা"

১৬. অমর একুশে বইমেলা ২০২০ কাকে উৎসর্গ করা হয়?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৭. ৭ মার্চের ভাষণটি কতটি ভাষায় অনূদিত হয়েছে? 

উত্তর: ১২ টি ভাষায় 

১৮. ৭ মার্চের ভাষণের সময় কত মিনিট? 

উত্তর: আঠারো মিনিট। 

১৯. ৭ মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেয় কে?

উত্তর: UNESCO 

২০. কত তারিখে  ৭ মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারী হেরিটেজ করা হয়?

উত্তর: ৩০ অক্টোবর ২০১৭।

২১. "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়? 

উত্তর: ২০১২ সালে।

২২. বঙ্গবন্ধু নামের দ্বীপটি কোথায়?

উত্তর: সুন্দর বনের দক্ষিণে।