সবচেয়ে পুরনো গাছ-Oldest tree
পৃথিবীর সবচেয়ে পুরনো গাছের নাম কী?
পৃথিবীর সবচেয়ে পুরনো গাছের নাম গ্রেট বেসিন ব্রিস্টলেকোন পাইন (পিনাস লংগায়েভা)। গাছটির বয়স পাঁচ হাজার বছরেরও বেশি।পৃথিবীর সবচেয়ে পুরোনো এই গাছটি আমেরিকায় অবস্থিত।এম্নিতেই পাইন গাছ কয়েকশো থেকে কয়েক হাজার বছর বেঁচে থাকে।তবে এই গাছটি পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে বেঁচে থেকে ইতিহাসের পাতায় জায়গা তৈরি করে নিয়েছে।
ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো গাছের নাম
বাংলাদেশের সবচেয়ে পুরনো গাছের নাম কী
বাংলাদেশের সবচেয়ে পুরাতন গাছটি খাগড়াছড়ি জেলার মাটিররাঙা উপজেলায় অবস্থিত। গাছটির নাম বট গাছ (Banyan)। বাংলাদেশের সবচাইতে পুরনো এই গাছটির বয়স আনুমানিক ৪০০ বছর।স্থানীয় বাসিন্দারা গাছটিকে পর্যটন বট গাছ হিসাবে চেনে।অনেকে আলুটিলা বট গাছ নামেও ডেকে থাকে।
ভারতের সবচেয়ে পুরনো গাছের নাম কী?
ভারতের সবচেয়ে পুরনো গাছের নাম বট (Banyan) গাছ।গাছটর বয়স ২৫০ বছরেরও বেশি। কলকাতার (হাওড়া) আচার্য জগদীশ চন্দ্র বসু বোট জানি গার্ডেনে অবস্থিত।
পাকিস্তানের সবচেয়ে পুরনো গাছের নাম কী?
এটাও একটি বট গাছ। যার বয়স হাজার বছর।এটি পাকিস্তানে সারগোধাতে অবস্থিত।বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো বটবৃক্ষ এটি।আবার অনেকে বলে থাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক বটবৃক্ষটি শ্রীলঙ্কায় অবস্থিত।
No comments:
Post a Comment