সবচেয়ে পুরনো গাছ-Oldest tree


পৃথিবীর সবচেয়ে পুরনো গাছের নাম কী?

পৃথিবীর সবচেয়ে পুরনো গাছের নাম কী?

এতো দিন মনে করা হতো পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ ক্যালিফোর্নিয়ার নেভাদার  গ্রেট বেসিন পার্কে অবস্থিত ৪৮০০ বছর বয়সী এই মেথুসেলাহ পাইন গাছ।কিন্তু চিলির একদল গবেষক বলছন ভিন্ন কথা। দক্ষিণ আমেরিকার দেশ চিলির একদল উদ্ভিদ বিজ্ঞানী দাবি করছেন চিলির আলেরসি কাস্ত্রো জাতীয় উদ্যানে অবস্থিত আলেরসি মিলেনারিও গাছটি পৃথিবীর সবচেয়ে পুরোনো গাছ। যার বয়স ৫৪৮৪ বছর।





পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ-oldest tree in the world.



ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো গাছের  নাম


বাংলাদেশের সবচেয়ে পুরনো গাছের নাম কী

বাংলাদেশের সবচেয়ে পুরাতন গাছটি খাগড়াছড়ি জেলার মাটিররাঙা উপজেলায় অবস্থিত। গাছটির নাম বট গাছ (Banyan)। বাংলাদেশের সবচাইতে পুরনো এই গাছটির বয়স আনুমানিক ৪০০ বছর।স্থানীয় বাসিন্দারা গাছটিকে পর্যটন বট গাছ হিসাবে চেনে।অনেকে আলুটিলা বট গাছ নামেও ডেকে থাকে।


ভারতের সবচেয়ে পুরনো গাছের নাম কী? 

ভারতের সবচেয়ে পুরনো গাছের নাম বট (Banyan) গাছ।গাছটর বয়স ২৫০ বছরেরও বেশি। কলকাতার (হাওড়া) আচার্য জগদীশ চন্দ্র বসু বোট জানি গার্ডেনে অবস্থিত।


 পাকিস্তানের সবচেয়ে পুরনো গাছের নাম কী? 

এটাও একটি বট গাছ। যার বয়স হাজার বছর।এটি পাকিস্তানে সারগোধাতে অবস্থিত।বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো বটবৃক্ষ এটি।আবার অনেকে বলে থাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক বটবৃক্ষটি শ্রীলঙ্কায় অবস্থিত।

Previous Post Next Post