Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০২/০২/২০২২

Bpsc Electrical Engineer niog prosno 2022

 বিপিএসসি সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ প্রশ্ন সমাধান 

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নেয় সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২ নিচে দেয়া হলো।Bangladesh public service Commission bpsc mcq question solution 2022 for Assistant engineer electrical 2




সহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ প্রশ্ন সমাধান 

১. খাঁটি বাংলা উপসর্গ-"অকেজো"। 

২. IOT full form-Internal of Things.

 ৩.passiveform- Circumstance will oblige me togo.

Ans:I shall be obliged to go.

৪.Correct tagquestion:

Let's have a walk..... Ans: Have not we.

৬.নবায়নযোগ্য শক্তি নয়-নিউক্লিয়ার

৭.The wounded soldier tried to -----Himself Ans:Rise.

৮.অপপ্রয়োগ:-একত্রিত 

৯.আমাজন বন বিশ্বের ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে। 

১০.জি-২০ একটি অর্থনৈতিক জোট। 

১১. হ্যারি পটারের লেখক জে.কে রাউলিং যুক্তরাজ্যের নাগরিক। 

১২.মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ হলো বন্দী শিবির থেকে।

১৩.enhancement এর অর্থ Increase

১৪.বাবা শব্দটি তুর্কী ভাষা থেকে আগত।

১৫.সংবিধানের ১১ টি ভাগ রয়েছে। 

১৬.একটি মুক্ত ইলেকট্রন ও  হল যুক্ত হওয়াকে কোভ্যালেন্ট বন্ডিং বলে।

১৭.শেষ লেখা একটি উপন্যাস। 

১৮. Volatile বা ক্ষণস্থায়ী মেমরি হলো RAM.

১৯.

২০.নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীনা।

২১.magneto motive force এর একক ampere/Turns

২২.Electric Field intensity এর একক joule/Newton 


২৪.রেডিয়াম কার আবিষ্কার? 

উত্তর: মাদাম কুরি ও পিয়েরে কুরি

২৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন টাইপের  কৃত্রিম উপগ্রহ? 

উত্তর: GEO এবং এটি যোগাযোগ ও সম্প্রচারের জন্য।

২৬. phenomenon is a correct spelling. 

২৭. স্বায়ত্তশাসন শুদ্ধ বানান। 

২৮. প্রমথ চৌধুরী কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? 

উত্তর:সবুজপত্র। 

২৯. ফিফা ক্লাব বিশ্বকাপের স্বাগতিক দেশ কোনটা?

উত্তর:জাপান 

৩০.সৈয়দ ওলিউল্লাহ রচিত লালসালুতে কোন চরিত্রটি বিদ্যমান?

উত্তর:প্রশ্নের অপশন অনুযায়ী "রহীমা"।

৩১."দুঃস্থ" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তর: 

৩২. একটি ২০০ মিটার দৈর্ঘ্যের কপার তারের রোধ ওহম। এর ব্যাস ০.৪৪ মি.মি।তবে এর আপেক্ষিক রোধ কত?


৩৩. কমিউনিকেশন এর ক্ষেত্রে SNR এর মান ?

উত্তর:বেশি হওয়া ভালো।

৩৪. মাইক্রোওয়েভ ফ্রীকুয়েন্সী রেঞ্জ কত?

উত্তর: ৩০০মেগা হার্টজ থেকে ৩০০ গিগাহার্টজ।

৩৫.আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র  কোনটা? 

উত্তর:রাশিয়া

৩৬.সন্ধ্যাভাষা কোন সাহিত্যের সাথে সম্পর্কিত?

উত্তর: চর্যাপদ। 

৩৭.মহান স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠের সংখ্যা কয়টি?

উত্তর: ৭জন।

৩৮. ৩ নভেম্বর ২০২০ এর মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? 

উত্তর: ৫৯তম।

৩৯.ডেসকো এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Dhaka electricity supply company ltd. 

৪০."A long walk টু freedom" is written by.

Ans: lenson Mandela 

৪১. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন ব্যান্ডে কাজ করে?

উত্তর:কিউ এবং সি।

৪২.নিরেট মূর্খ বাগধারার অর্থ কী?

উত্তর: বুদ্ধির ঢেঁকি। 

৪৩.পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কার লেখা? 

উত্তর: সৈয়দ শামসুল হক।

৪৪.কবর নাটকটি কোন পটভূমিতে লেখা? 

উত্তর:ভাষা আন্দোলন 

৪৫.লো কার্বন ফুয়েল কোনটা?

উত্তর: LNG

৪৬.কোন বাক্যে ক্রিয়ার অনুঙ্গা প্রকাশ পেয়েছে? 

উত্তর: তুমি কাল যেও।যে বাক্যে বক্তা কাউকে কিছু করতে অনুনয়,বিনয়,আদেশ, উপদেশ,অনুরোধ প্রকাশ করলে তাকে ক্রিয়ার অনুঙ্গা বলে।


৪৭. Appropriate preposition:

Could you translate this ------English. 

Ans: Into

 ৪৮. দুইটি সমান রোধক সমান্তরাল যুক্ত হলে রোধ কী হবে?

৪৯.একটি 5H ইন্ডিকেটর কয়েলে 0.2 সেকেন্ডে এর মধ্যে 3A কারেন্ট আবিষ্ট হয়।এর প্রাপ্ত ভোল্টেজ কত হবে?

৫০.তেল উৎপাদনের শীর্ষদেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র।


৫১.মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করে?

উত্তর: বৈদ্যনাথতলার আম্রকাননে।

৫২.মৈমনসিংহ-গীতিকার সংগ্রাহকের নাম কী?

উত্তর: দীনেশচন্দ্র সেন। 

৫৩.বাংলাদেশের বাসাবাড়িতে  বিদ্যুৎ বিতরণর ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সী কত? 

উত্তর:২২০ভোল্ট এবং ৫০ হার্জ।

৫৪. বেকার কোন সমাস?

উত্তর: নঞ বহুব্রীহি সমাস। 

৫৫.শান্তিতে নোবেলবিজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তির নাম কী? 

উত্তর: মালালা ইউসুফজাই।

৫৬. RC ধরনের Time constant এর মান কী হবে?

উত্তর:সেকেন্ডএ।

৫৭.ইম্পিডেন্স এর বিপরীত রাশি কোনটা?

উত্তর:

৫৮. সান ম্যারিনো নামক রাষ্ট্র কোন দেশের  অন্তর্ভুক্ত? 

উত্তরঃ ইতালি। 

৫৯.স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? 

উত্তর: ৪ টি

৬০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত নং তফসিলে অন্তর্ভুক্ত করা আছে?

উত্তর: পঞ্চম তফসিলে।

৬১.রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কী?

উত্তর:RNPP

৬২. আইপ্যাড উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: অ্যাপল।

৬৩.কোনটা সেভেন সিস্টার্স রাজ্যনয়।

উত্তর: অপশন অনুসারে পশ্চিমবঙ্গ।

৬৪. বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রে কোনটা ব্যবহার হয়? 

উত্তর: কয়লা